5

Mirabai Chanu: ৭২ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমস থেকে সোনা চান মীরাবাঈ চানু

Asian Games 2023: ১৯৫১ সালে প্রথম শুরু হয়েছিল এশিয়ান গেমস। সে বার দিল্লিতে বসেছিল গেমসের আসর। সেই সময় থেকে ধরলে ৭২ বছরের ইতিহাসে কোনও ভারতীয় কখনও সোনা জেতেননি। সে দিক থেকে ধরলে ওয়েটলিফ্টিংয়ে আজও রয়ে গিয়েছে ব্যাপক শূন্যতা। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে নামার কথা ছিল মীরাবাঈয়ের। কিন্তু পিঠের চোটের কারণে শেষ পর্যন্ত গেমস থেকে সরে দাঁড়াতে হয়। এ বার সেই মীরাই বদ্ধপরিকর। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ইভেন্ট। সেখানেই পোডিয়ামে উঠে সোনার পদক গলায় ঝোলাতে চান মণিপুরী অ্যাথলিট।

Mirabai Chanu: ৭২ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমস থেকে সোনা চান মীরাবাঈ চানু
৭২ বছরের খরা কাটিয়ে সোনা চান মীরাবাঈ চানু
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: ঝুলিতে রয়েছে ১৪টা পদক। ৫টা রুপো, ৯টা ব্রোঞ্জ। কিন্তু সে সব ২৫ বছর আগের ঘটনা। দিনক্ষণ ধরলে ১৯৯৮ সালে ব্যাঙ্ককে কর্নম মালেশ্বরী জিতেছিলেন রুপো। তার পর থেকে শুধুই শূন্যতা। এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারোত্তোলনে এ বার কি পদকের খরা কাটবে? হানঝাউ গেমস শুরু হওয়ার আগে স্বপ্ন দেখাচ্ছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। অলিম্পিকে রুপো জিতে চমকে দিয়েছিলেন মণিপুরের অ্যাথলিট। কমনওয়েলথ গেমসেও জিতেছেন সোনা। কিন্তু এশিয়ান গেমসে তাঁরও পদক নেই। এ বার ট্রফি ক্যাবিনেটে এশিয়ান গেমসের পদক রাখতে চান মীরা। TV9Bangla Sportsএ বিস্তারিত।

১৯৫১ সালে প্রথম শুরু হয়েছিল এশিয়ান গেমস। সে বার দিল্লিতে বসেছিল গেমসের আসর। সেই সময় থেকে ধরলে ৭২ বছরের ইতিহাসে কোনও ভারতীয় কখনও সোনা জেতেননি। সে দিক থেকে ধরলে ওয়েটলিফ্টিংয়ে আজও রয়ে গিয়েছে ব্যাপক শূন্যতা। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে নামার কথা ছিল মীরাবাঈয়ের। কিন্তু পিঠের চোটের কারণে শেষ পর্যন্ত গেমস থেকে সরে দাঁড়াতে হয়। এ বার সেই মীরাই বদ্ধপরিকর। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ইভেন্ট। সেখানেই পোডিয়ামে উঠে সোনার পদক গলায় ঝোলাতে চান মণিপুরী অ্যাথলিট।

মীরাবাঈ বলেছেন, ‘যখনই আমি নিজের পারফরম্যান্স দেখি, কী পেয়েছি ভাবি, এশিয়ান গেমসে যে পদক নেই, সেটা বুঝতে পারি। তখন নিজের উপর রাগই হয়। আমার লক্ষ্য স্ন্যাচে ৯০ কেজি তোলা। কিন্তু এটাও করে দেখাতে পারিনি। নিজের উপর মাঝে মাঝে রাগই হয়। আমার কোচ বিজয় শর্মাও বলেন, এ বারের এশিয়ান গেমসে স্ন্যাচে আমাকে ৯০ কেজি তুলতেই হবে।’

মীরাবাঈ যে হানঝাউ এশিয়ান গেমসের জন্য মুখিয়ে রয়েছে, সন্দেহ নেই। হানঝাউ গেমসের জন্যই বিশ্ব ওয়েটলিফ্টিংয়ে নামেননি। টোকিও অলিম্পিকে যতই পদক জিতুন না কেন তার পরও কিন্তু বলা যাবে না, এশিয়াডে নামলেই সোনা জিতবেন। চিনের ভারোত্তোলক হাউ জিহুই, জিয়াং হুইহুয়া আছেন। এঁরা মীরাবাঈকে কঠিন লড়াইয়ের মুখে ফেলবেন। ক্লিন ও জার্কে ১১৯ কেজি তোলার বিশ্বরেকর্ড ছিল ভারতীয় অ্যাথলিটের। সেই রেকর্ড আবার ভেঙে দিয়েছেন হুইহুয়া। ১২০ কেজি তুলেছেন তিনি। সব মিলিয়ে ২১৫ কেজি তুলে নতুন বিশ্বরেকর্ড করেছেন চিনা অ্যাথলিট।

২০২২ সালে হিপ ইনজুরি হয়েছিল মীরাবাঈয়ের। তারপর প্রায় ছ’মাস রিহ্যাব করতে হয়েছে। তার পরও কিন্তু বলছেন, ‘যেই সামনে থাকুক না কেন আমি ভয় পাই না। সেরাটা দেওয়ার জন্যই নামব আমি। চিনা অ্যাথলিটদের সামলানোর জন্য তৈরি। এশিয়ান গেমসের দিকে তাকিয়ে অনেক দিন ধরে কঠিন পরিশ্রম করছি। এই মুহূর্তে আমার কোনও রকম চোট নেই।’ বোঝাই যাচ্ছে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে তিনি। ৪৯ কেজিতে ৭২ বছরের আক্ষেপ মিটিয়ে দেবেন চানু?