Rohan Bopanna : সেমিতেই স্বপ্নভঙ্গ, উইম্বলডন থেকে ছিটকে গেলেন বোপান্নারা
Wimbledon : উইম্বলডন থেকে ছিটকে গেলেন রোহন বোপান্না ও তাঁর ডাবলস পার্টনার ম্যাথেউ এবডেন। সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল তাঁদের।
লন্ডন : শেষবার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন ২০১৫ সালে। আটবছর পর ফের একবার আশা জাগিয়েছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ডাবলস সঙ্গী ম্যাথেউ এবডেনকে সঙ্গে নিয়ে পা রেখেছিলেন উইম্বলডনের (Wimbledon) সেমিতে। কিন্তু ট্রফি এল না এ বারও। সেমির ঘর থেকে বিদায়। ৪৩ বছরে বোপান্নার হার স্বপ্ন ভাঙল দেশবাসীরও। একমাত্র ভারতীয় হিসেবে এ বারের উইম্বলডনে খেতাব জয়ের দিকে এগোচ্ছিলেন বোপান্না। বৃহস্পতিবার ফাইনালে ওঠার ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল ডাবলসে শীর্ষ বাছাই ডাচ-ব্রিটিশ জুটি ওয়েসলে কুলহোফ ও নীল স্কুপস্কি জুটি। বোপান্না ও তাঁর অজি পার্টনারকে স্ট্রেট সেটে হারায় ডাচ-ব্রিটিশ জুটি। ম্যাচের ফল তাদের পক্ষে ৭-৫, ৬-৪। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
একটি ব্রেক পয়েন্টও জিততে পারেননি বোপান্না
কুলহোফ ও স্কুপস্কির জুটি শুরু থেকেই বোপান্না ও এবডেন জুটির উপর চাপ বাড়ায়। ফলে প্রথম সেটে ৫-৭ ব্যবধানে হারের মুখে পড়তে হয় বোপান্নাদের। ইন্দো-অজি জুটি দ্বিতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ৪-৬ ব্যবধানে পরাজিত হয়। এতে ৪৩ বছর বয়সী বোপান্নার উইম্বলডনে ডাবলস খেতাব জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। ম্যাচে, বোপান্নার জুটি তাদের সার্ভে ৭৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। যেখানে কুলহোফ এবং স্কুপস্কির জুটি তাদের সার্ভে ৮২ শতাংশ পয়েন্ট জিতেছে। কুলহোফ এবং স্কুপস্কির জুটি দুটির মধ্যে দুটি ব্রেক পয়েন্ট জিতেছে। বোপান্নার জুটি একটিও ব্রেক পয়েন্ট জিততে পারেনি।
২০০৬ সালে প্রথম বার উইম্বলডন খেলেছিলেন বোপান্না
২০০৬ সাল থেকে পুরুষদের ডাবলসে খেলা বোপান্না ২০১৩ এবং ২০১৫ সালের পর তৃতীয়বার উইম্বলডনের সেমিতে পা রাখেন। তবে তিনবারই তাঁকে সেমিফাইনালে হারের মুখে পড়তে হল। ৪৩ বছরের বোপান্না এখনও ভারতীয় টেনিসের ভরসার মুখ। তবে এটা যে তাঁর শেষ উইলম্বলডন নয় তা কে বলতে পারে।