Sania Mirza: গ্র্যান্ড স্লাম জয়ের দোরগোড়ায়, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-বোপান্না

Sania Mirza: স্বদেশীয় খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে সানিয়ার সামনে কেরিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া।

Sania Mirza: গ্র্যান্ড স্লাম জয়ের দোরগোড়ায়, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-বোপান্না
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 4:21 PM

মেলবোর্ন:  গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা যে কোনও টেনিস খেলোয়াড়ের কাছে স্বপ্নের মতো। সেই ফাইনাল যদি কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামে হয়, তাহলে তো সোনায় সোহাগা। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জার এখন তেমনটাই মনে হচ্ছে। বুধবার সেমিফাইনাল ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ড স্লাম মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। স্বদেশীয় খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে সানিয়ার সামনে কেরিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া। সে বার পার্টনার ছিলেন মহেশ ভূপতি। এই মঞ্চ থেকে ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছেন। মেলবোর্নে কেরিয়ারের তৃতীয় ও সর্বমোট সপ্তম গ্র্যাম স্লাম জয়ের একবারে দোরগোড়ায় সানিয়া মির্জা।

মার্গারেট কোর্ট এরিনায় মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়াদের প্রতিপক্ষ ছিল প্রতিযোগিতার তৃতীয় বাছাই ইংল্যান্ডের নিল কুপস্কি এবং আমেরিকার ডেজিরে ক্রজ্যাক। কঠিন লড়াই ইংরেজ-মার্কিন জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন সানিয়ারা। ম্যাচের ফলাফল ৭-৬ (৭-৫), ৬-৭(৫-৭), ১০-৬। প্রথম সেট থেকেই চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। স্নায়ুর লড়াই সামলে টাইব্রেকে সেট জিতে নেন সানিয়া-বোপান্না। দ্বিতীয় সেটও টার্ন ও টুইস্টে ভরা। গ্র্যান্ড স্লামের সেমিফাইনালের মঞ্চে চাপের মুখে নার্ভ ধরে রাখাটাই চ্যালেঞ্জের। দ্বিতীয় সেটে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সানিয়ারা। তৃতীয় তথা ম্যাচ নির্ধারণী সেট ভারতীয় জুটির পক্ষে যায়। ১০-৯ ব্যবধানে তৃতীয় সেট জিতে ফাইনালের টিকিট পাকা করে নেন তাঁরা।

মঙ্গলবার বিনা ঘাম ঝরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে যান সানিয়া মির্জা ও রোহন বোপান্না। কোয়ার্টার ফাইনালে সানিয়াদের ওয়াকওভার দিয়ে দেন লাটাভিয়ান-স্প্যানিশ জুটি জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজ। তার আগে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-জাপানি জুটি এরিয়েল বেহের ও মাকাতো নিনোমিয়াকে ৬-৪, ৭-৬ (১১-৯) স্ট্রেট সেটে হারিয়ে দেন সানিয়ারা।