Thomas Cup Final 2022: জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম ইন্দোনেশিয়ার থমাস কাপের ফাইনাল
আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন।
ব্যাংকক: ৭৩ বছরের খরা কাটিয়ে প্রথম বার থমাস কাপের ফাইনালে (Thomas Cup Final) খেলতে চলেছে ভারত (India)। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া (Indonesia)। সোনা থেকে শুধু একটা ম্যাচের দূরত্বে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত-এইচএস প্রণয়রা। ফাইনালে হার নয় নয়, থমাস কাপ থেকে প্রথম সোনা জিততে মরিয়া ভারত। আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন। ৪৩ বছর আগে শেষ বার থমাস কাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় টিম। এ বার ফাইনালে পৌঁছে গিয়েছে প্রণয়-শ্রীকান্তরা। ফাইনালের পথে ভারত গ্রুপ পর্যায়ে চিনা তাইপের কাছে হেরেছিল। গত বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া এখনও পর্যন্ত অপরাজিত। চিন, জাপানের মতো টিমকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। সে দিক থেকে দেখলে ইন্দোনেশিয়ার শাটলাররা যে অত্যন্ত কঠিন প্রতিপক্ষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফাইনালে তাই অন্য স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে ভারত।
থমাস কাপের ফাইনালে প্রথম সিঙ্গলসে লক্ষ্য সেন নামবেন ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা জিনটিংয়ের ( Anthony Sinisuka Ginting) বিরুদ্ধে। প্রথম ডাবলসে সাত্বিক-চিরাগ খেলবেন মহম্মদ আহসান ও কেভিন সঞ্জয় সুকামিলজো (Mohammad Ahsan and Kevin Sanjaya Sukamuljo) জুটির বিরুদ্ধে। দ্বিতীয় সিঙ্গলসে জোনাতন ক্রিস্টির (Jonatan Christie) বিরুদ্ধে খেলবেন বিশ্বের ৮ নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্ত। দ্বিতীয় ডাবলসের এমআর অর্জুন-ধ্রুব কপিলা খেলবেন ফজর আলফিয়ান ও মুহম্মদ রিয়ান আরদিয়ান্টো (Fajar Alfian and Muhammad Rian Ardianto) জুটির বিরুদ্ধে। এবং শেষ ম্যাচে ও তৃতীয় সিঙ্গলসে প্রণয় খেলবেন সেসার হিরেন রুস্তাভিটোর (Shesar Hiren Rhustavito) বিরুদ্ধে।
?-??? ??
All the best boys, let's do this! ?
?: @VootSelect & @Sports18#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/DT4pM9vBeK
— BAI Media (@BAI_Media) May 15, 2022
ভারত বনাম ইন্দোনেশিয়া, থামাস কাপ ২০২২ এর ফাইনাল কখন শুরু হবে?
ভারত বনাম ইন্দোনেশিয়া, থমাস কাপ ২০২২ ফাইনাল শুরু হবে আজ (১৫ মে) রবিবার সকাল ১১.৩০ মিনিটে (ভারতীয় সময় অনুসারে)।
কোথায় ভারত বনাম ইন্দোনেশিয়া, থামাস কাপ ২০২২ ফাইনাল অনুষ্ঠিত হবে?
ভারত বনাম ইন্দোনেশিয়া, থমাস কাপ ২০২২ ফাইনাল থাইল্যান্ডের ব্যাংককের ইমপ্যাক্ট এরিনায় অনুষ্ঠিত হবে।
কোথায় ভারত বনাম ইন্দোনেশিয়া, ভারতে থমাস কাপ ২০২২ ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
ভারত বনাম ইন্দোনেশিয়া, থমাস কাপ ২০২২ ফাইনাল ভারতের স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ দেখানো হবে।
ভারত বনাম ইন্দোনেশিয়া থমাস কাপ ২০২২ ফাইনাল অনলাইনে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
ভারত বনাম ইন্দোনেশিয়া, থমাস কাপ ২০২২ এর ফাইনালের লাইভ স্ট্রিমিং হবে Voot, এবং BWF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।