2021 BMW S 1000 R: ভারতে কবে আসছে বিএমডব্লু-র এই নতুন বাইক?

এই বাইকের সর্বোচ্চ গতি ২৫০ কিলোমিটার/প্রতি ঘণ্টা। শূন্য থেকে অর্থাৎ থেমে থাকা অবস্থা থেকে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৩.২ সেকেন্ড।

2021 BMW S 1000 R: ভারতে কবে আসছে বিএমডব্লু-র এই নতুন বাইক?
এখনও এই বাইকের দাম ঘোষণা হয়নি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2021 | 11:53 AM

ভারতে আসছে বিএমডব্লু- র নতুন মোটরবাইক। ১৫ জুন লঞ্চ করবে BMW S 1000 R মডেল। এখনও এই বাইকের দাম জানা যায়নি। সূত্রের খবর, লঞ্চের পরই দাম ঘোষণা করবেন বিএমডব্লু কর্তৃপক্ষ। BMW Motorrad আগেই জানিয়েছিল তাদের নতুন মডেল S 1000 R- এ রয়েছে BS 6-compliant। আন্তর্জাতিক বাজারে বিএমডব্লু- র এই বাইক অনেকদিন আগেই লঞ্চ হয়েছে।

জানা গিয়েছে, বিএমডব্লু- র S 1000 RR বাইকের মতো একই ইঞ্জিন রয়েছে নতুন S 1000 R মডেলে। দু’টি বাইকের ডিজাইনেও রয়েছে অনেক মিল। তবে প্রায় সব ফিচারই আপডেট করা হয়েছে। যেমন- নতুন বডি প্যানে, এলইডি হেডলাইট (সামনের অংশে), ডিআরএল… এই সবকিছুই আপডেট করা হয়েছে।

বিএমডব্লু- র নতুন S 1000 R মডেলে রয়েছে, একটি Euro 5/BS 6-compliant ৯৯৯ সিসি- র ইঞ্জিন। ইনলাইন চারটি সিলিন্ডার এবং লিকুইড কুলড ফিচার রয়েছে এই ইঞ্জিনে (165bhp, 114Nm of peak torque)। এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি ৬-স্পিড গিয়ার বক্স। ১০০ কিলোমিটার সফর করতে ৬.২ লিটার জ্বালানি প্রয়োজন। সূত্রের খবর, এই বাইকের দাম শুরু হবে ১৭ কিংবা ১৮ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)।

আরও পড়ুন- Hyundai Alcazar: ভারতে আসছে হুন্ডাইয়ের নতুন এসইউভি, কবে লঞ্চ হবে এই গাড়ি?

এই বাইকের সর্বোচ্চ গতি ২৫০ কিলোমিটার/প্রতি ঘণ্টা। শূন্য থেকে অর্থাৎ থেমে থাকা অবস্থা থেকে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৩.২ সেকেন্ড। এই বাইকে রয়েছে ব্লুটুথ সংযুক্ত ৬.৫ ইঞ্চির টিএফটি স্ক্রিন। পূর্ববর্তী সেমি-ডিজিটাল ইউনিটের পরিবর্তে এই নতুন টিএফটি স্ক্রিন লাগানো হয়েছে নতুন বাইকে। এছাড়া এই বাইকের ইলেকট্রনিক্স কিটেও বেশ কিছু ফিচারে পরিবর্তন বা আপডেট এসেছে। এই বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। রেন, রোড এবং ডায়নামিক… এই তিনটি রাইডিং মোড রয়েছে বিএমডব্লু- র নতুন বাইকে। এছাড়াও রয়েছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম প্রো।