Ather 450S ও 450X দুই ইলেকট্রিক স্কুটারে 40,000 টাকা ছাড়, জলদি করুন

Ather 450S ইলেকট্রিক স্কুটারের ওরিজিনাল দাম যেখানে 1,32,550 টাকা, সেটাই আপনি ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র 86,050 টাকা। অন্য দিকে আবার Ather 450X স্কুটারের দুটি ভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম যেখানে 1,01,050 টাকা এবং 1,10,249 টাকা, সেই মডেল দুটিই আপনি পেয়ে যাবেন যথাক্রমে 61,050 টাকা ও 70,249 টাকায়।

Ather 450S ও 450X দুই ইলেকট্রিক স্কুটারে 40,000 টাকা ছাড়, জলদি করুন
15 নভেম্বর পর্যন্ত এই অফার পাবেন!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 8:39 PM

Ather Energy এই উৎসবের মরশুমে তাদের বিবিধ ইলেকট্রিক স্কুটারে আকর্ষণীয় ছাড় দিতে শুরু করল। বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপটি একাধিক প্রকল্পের সূচনা করেছে, যার মাধ্যমে Ather ই-স্কুটারগুলিতে চমৎকার ডিসকাউন্ট পেয়ে যাবেন কাস্টমাররা। তালিকায় রয়েছে এক্সচেঞ্জ, কর্পোরেট, ফেস্টিভ অফার-সহ অনেক কিছুই। কোন কোন Ather ইলেকট্রিক স্কুটারে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, জেনে নেওয়া যাক।

সবথেকে বড় ছাড় স্কুটার ক্রেতারা পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। সেই অফারে পুরনো স্কুটার এক্সচেঞ্জ করে যে সব ক্রেতারা নিজেদের Ather 450X বা 450S এই দুটির মধ্যে যে কোনও একটিতে আপগ্রেড করে নিতে চাইবেন, তাঁরা পেয়ে যাবেন 40,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে হ্যাঁ, এই ছাড়ের অঙ্কটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করছে। আপনি যে স্কুটারটি বদলাবেন তার পরিস্থিতি, কত টাকায় কিনেছিলেন ইত্যাদি একাধিক বিষয়ে আপনার ডিসকাউন্টের অঙ্কটি নিয়ন্ত্রণ করছে।

এই দুই স্কুটারের উপরেই আবার ফেস্টিভ অফারও থাকছে। Ather 450S ইলেকট্রিক স্কুটারের প্রো ভার্সনটিতে 5,000 টাকার ফেস্টিভ বেনিফিট পেয়ে যাবেন কাস্টমাররা। তার উপরে আবার থাকছে 1,500 টাকার কর্পোরেট বেনিফিট। অন্য দিকে আবার এই স্কুটারেরই 450X ভ্যারিয়েন্টেও এই একই কর্পোরেট স্কিম পেয়ে যাবেন কাস্টমাররা ফেস্টিভ বেনিফিট হিসেবে। থাকছে ইএমআই অফারও। 24 মাসের জন্য EMI স্কিমে 5.99 শতাংশ রেট অফ ইন্টারেস্টেই স্কুটার ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এই ফেস্টিভ অফারগুলি থাকছে 15 নভেম্বর পর্যন্ত।

এখন সব মিলিয়ে যদি দেখতে যান, তাহলে এক্সচেঞ্জ অফার ও অন্যান্য স্কিম মিলিয়ে 40,000 টাকার ছাড় পাওা যাবে। এখন বুঝতেই পারছেন, কত টাকার ছাড় পেয়ে যাচ্ছেন! ফলে, যে Ather 450S ইলেকট্রিক স্কুটারের ওরিজিনাল দাম যেখানে 1,32,550 টাকা, সেটাই আপনি ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র 86,050 টাকা। অন্য দিকে আবার Ather 450X স্কুটারের দুটি ভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম যেখানে 1,01,050 টাকা এবং 1,10,249 টাকা, সেই মডেল দুটিই আপনি পেয়ে যাবেন যথাক্রমে 61,050 টাকা ও 70,249 টাকায়।