অসমে Maruti Brezza চুরি করে চোরেরা লিখল, ‘তিন দিনে ফেরত পাবেন, কাউকে জানাবেন না প্লিজ়’!
Car Stolen News: আব্দুল আজিজ নামের ওই ব্যক্তির Maruti Brezza গাড়িটির নম্বর AS 01 FL 7552। তাঁর বাড়ি থেকেই গাড়িটি চুরি যায় এবং তারপর তিনি শহরের জনরাম চক থানায় FIR করেন। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল, আব্দুল আজিজের বিছানার পাশ থেকেই গাড়ির চাবি চুরি করে চোরেরা।
Maruti Brezza Theft: অসমে গাড়ি চুরি হয়ে গেল এক ব্যক্তির। কিন্তু খবর সেটা নয়। চুরির পর চোর যা কাণ্ড করে গিয়েছে, তা নিয়েই এক চর্চা সর্বত্র। অসমের দারাং জেলার মঙ্গলদাই শহরের ওই ব্যক্তির Maruti Brezza চুরি যাওয়ার পর একটি বিশেষ বার্তা দিয়ে যায় চোরেরা। একটি চিঠিতে তারা লেখে, কয়েক দিনের মধ্যেই গাড়িটা ফেরত পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত ব্যাপারটি নিয়ে শোরগোল না করার পরামর্শ দিয়েছেন ওই চোরেরা।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, আব্দুল আজিজ নামের ওই ব্যক্তির Maruti Brezza গাড়িটির নম্বর AS 01 FL 7552। তাঁর বাড়ি থেকেই গাড়িটি চুরি যায় এবং তারপর তিনি শহরের জনরাম চক থানায় FIR করেন। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল, আব্দুল আজিজের বিছানার পাশ থেকেই গাড়ির চাবি চুরি করে চোরেরা। শুধু তাই নয়। বাড়ি থেকে কিছু নগদ টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা।
গাড়িটি চুরি করে একটি নোট লিখে রেখে যায় তারা। চোরেরা লেখে, “তিন দিনের মধ্যেই গাড়িটা ফেরত পেয়ে যাবেন। বিষয়টা নিয়ে বেশি হট্টগোল করবেন না। পুলিশকে খবরদার বলতে যাবেন না। আর যদি বলেন, তাহলে গাড়িটা আর ফেরত পাবেন না।” চোরেরা এর থেকেও বেশি আর কিছু লিখেছে কি না, তা জানা যায়নি। তবে রিপোর্ট থেকে নোটের এইটুকু অংশই উদ্ধার করা গিয়েছে। অসম পুলিশ এই মুহূর্তে ওই ‘নৈতিক’ চোরের সন্ধানে রয়েছে।
ভারতে গাড়ি চুরির ঘটনা ব্যাপক ভাবে বেড়েছে। সম্প্রতি দিল্লিতে গাড়ি চোরদের একটি গ্যাংকে পাকড়াও করে পুলিশ। জানা যায়, তারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে একাধিক গাড়ি চুরি করেছিল, যার মধ্যে একটি ছিল টয়োটা ফরচুনা। এই গ্যাংটি একাধিক গাড়ি চুরি করে অসমেও পাঠায়। সে সময় একথা জানা গিয়েছিল, অসমের কেউ গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করার পরেই দিল্লিতে চুরির ঘটনাটি ঘটে। ওই ফরচুনা গাড়িটিই তারা চুরির করার পরেই দিল্লি থেকে অসমে পাঠিয়ে দেয়। এই দলটি সব মিলিয়ে মোট 30টি টয়োটা ফরচুনা চুরি করেছিল।
তবে অসমে যে Maruti Brezza গাড়িটি চুরি হয়েছে, তার সঙ্গে দিল্লির ওই গ্যাংয়ের কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। অসম পুলিশ এখনও পর্যন্ত এই গাড়ি চুরির ঘটনার কোনও কূলকিনারা করতে পারেনি।