ইউনিয়ন গঠন করলেন গুগলের কর্মীরা, এই প্রথমবার
২০০ জনেরও বেশি কর্মী নিয়ে গতকাল অর্থাৎ ৪ জানুয়ারি, সোমবার এই ইউনিয়ন গঠনের কথা ঘোষণা করা হয়েছে।
গুগল এবং তাঁর পেরেন্ট সংস্থা অ্যালফাবেট এই প্রথম নিজেদের সংগঠন বা ইউনিয়ন তৈরি করেছে। টেক ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রযুক্তির দুনিয়ায় এই প্রথম এমন ঘটনা ঘটেছে। কারণ এর আগে কোনও সংস্থা তাদের সংগঠন বা ইউনিয়ন তৈরি করেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, কোম্পানির এক্সিকিউটিভ নেতৃত্বের সহযোগিতায় এই ইউনিয়ন সংস্থার সামনে নিঃসন্দেহে বড় এবং সঠিত চ্যালেঞ্জ রাখতে চলেছে আগামীদিনে।
অ্যালফাবেটের তরফে জানানো হয়েছে সেখানকার কর্মী সংগঠনের দায়িত্বে থাকবেন কোম্পানির ফুল-টাইম এবং চুক্তিভিত্তিক দুই পর্যায়ের কর্মীরাই। গুগলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিলান বেকার জানিয়েছেন, “এটা ঐতিহাসিক ঘটনা”। তিনি আরও বলেছেন, কর্মীদের নিয়ে তৈরি হওয়া এই ইউনিয়ন এবার স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে। কাজের প্রয়োজনে অভিজ্ঞ লোকেদের কোম্পানিতে যুক্ত করতে পারবে। টাকাপয়সা বাকি থাকলে সেগুলো মেটাতে পারবে এই সংগঠন। এছাড়াও কোম্পানির স্বার্থে এবং ভাল কাজের জন্য স্কিলড লোকেদের সংস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
২০০ জনেরও বেশি কর্মী নিয়ে গতকাল অর্থাৎ ৪ জানুয়ারি, সোমবার এই ইউনিয়ন গঠনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, কমিউনিকেশন ওয়ার্কার্স অফ আমেরিকার সঙ্গে ২২৬ জনের গ্রুপ ইউনিয়ন কার্ডে সই করেছে। এই কমিউনিকেশন ওয়ার্কার্স অফ আমেরিকা হল বৃহত্তম মার্কিন লেবার ইউনিয়ন বা শ্রমিক সংগঠন। প্রায় এক বছর ধরে গোপনে ইউনিয়ন গঠনের পরিকল্পনা চালাচ্ছিলেন গুগলের কর্মীরা। এমনটাই জানিয়েছেন গুগলের আর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রু গেইনার ডেওয়ার।
অন্যান্য সংস্থার মতো গুগলের কর্মীদের জীবনেও গত কয়েক বছর ধরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিভিন্ন ব্যাপারে মত প্রকাশ করতে চাইতেন কর্মীরা। তাঁদের দাবি-দাওয়াও বাড়ছিল ক্রমাগত। সঠিক ভাবে পরিকল্পনা অনুযায়ী এই সমস্ত দাবি পেশের জন্যই তৈরি হয়েছে গুগলের ইউনিয়ন। তবে তাদের কর্মসূচি সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।