AC-র বয়স 5 বছর? নতুনের মতোই কাজ করবে যদি কাজে লাগান এই 5 কৌশল
Better Cooling From Old AC: পুরনো ACটাকেই কীভাবে আবার নতুন করে নিয়ে তা থেকে নতুনের মতোই ঠান্ডা হাওয়া পাওয়া যায়? যাঁদের বাড়ির AC-র বয়স 5 বছর হয়ে গিয়েছে, তাঁদের সেই এয়ার কন্ডিশনারটিকেই নতুন করে রাখার কিছু পদ্ধতি জেনে রাখা উচিত।
AC Cooling Tips: বঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। যখন-তখন বৃষ্টি নামছে, নামতে পারে ঠিকই। এমনকি, এই সম্ভাবনা নিয়ে আমরা বাইরেও বেরোচ্ছি। কিন্তু ভ্যাপসা গরম থেকে যে রেহাই নেই। সেই কারণেই তো এ দেশে বর্ষাকালটাও গ্রীষ্মের মধ্যে ধরা হয়। সেই মার্চের শেষ থেকে একবার গরম শুরু হলে তা চলতে থাকে অক্টোবরের প্রথম দিক পর্যন্ত। আর যতদিন গরম চলতে থাকে, ততদিনই চলতে থাকে ভারতীয়দের ঘরের Air Conditioner। এই একটা সময় দেশের বহু মানুষ নিজেদের বাড়িতে একপ্রকার নিয়ম করে প্রতিদিন AC চালান, কেউ নতুন AC কেনেন, কেউ আবার ভাবনা-চিন্তা করতে থাকেন পুরনো ACটাকেই কীভাবে আবার নতুন করে নিয়ে তা থেকে নতুনের মতোই ঠান্ডা হাওয়া পাওয়া যায়। যাঁদের বাড়ির AC-র বয়স 5 বছর হয়ে গিয়েছে, তাঁদের সেই এয়ার কন্ডিশনারটিকেই নতুন করে রাখার কিছু পদ্ধতি জেনে রাখা উচিত। সামান্য কিছু গলদ দেখা দিলে কীভাবে তার রিপেয়ার করবেন, সেটাও জানা দরকার।
1) AC সেটিংস প্রথমে চেক করে নিন – প্রথমেই চেক করে নিন, আপনার Air Conditioner-এর সেটিংস ঠিক রয়েছে কি না। তা যদি ঠিক থাকে, তাহলে কোনও সমস্যা নেই। ঠিক না থাকলে একবার মেকানিককে ডেকে তা চেক করিয়ে নিন। আপনার এয়ার কন্ডিশনারটিকে যদি বেশিদিন ব্যবহার করতে চান, তাহলে তার তাপমাত্রা 24-26 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রেখেই চালানোর চেষ্টা করুন।
2) ঘরে নজর রাখুন – AC যাতে ভাল ভাবে কাজ করে, তার জন্য আপনাকে বাড়িতেও কিছু কাজ করে রাখতে হবে। বাইরের সূর্যালোক যাতে ঘরে বেশিক্ষণ প্রবেশ করতে না পারে, তার জন্য ভাল পর্দার ব্যবহার করুন। আপনার বাড়িতে রোদ ঢুকে যদি কোনও ঘর বেশি তেতে থাকে, তাহলে এসির কাজ করাটা সমস্যার হয়ে যায়।
3) AC-র যথাযথ রক্ষণাবেক্ষণ – একটা এয়ার কন্ডিশনার যদি বেশি দিন ব্যবহার করতে চান, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর তার ফিল্টার পরিষ্কার করুন। ফিল্টার যদি খারাপ হয়ে যায়, তাহলে তা রিপ্লেস করার বন্দোবস্ত করুন। কারণ, রাস্তাঘাটের ধুলোবালি আপনার এসির ফিল্টারকে প্রভাবিত করতে পারে এবং তার কার্যকারিতাও হ্রাস করতে পারে। তাছাড়া কুলিং কয়েলও নিয়মিত পরিষ্কার করা উচিত।
4) AC চালানোর সময় খেয়াল রাখুন – যখন আপনার বাড়িতে এসি চালাচ্ছেন, তখন ওই ঘরে আর অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটস চালাতে যাবেন না। কম্পিউটার থেকে শুরু করে স্মার্টটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ওই ঘরে চালাবেন না। তাতে এসির পাওয়ার কনজ়াম্পশন কমবে এবং এসির কার্যকারিতাও বাড়বে।
5) ঘরের দরজা বন্ধ রাখুন – দীর্ঘ দিন যদি আপনার এসিকে টেকাতে চান, তাহলে বাড়ির দরজা-জানলা বন্ধ করেই তা চালান। তাতেই এসিটি দ্রুত আপনার ঘর ঠান্ডা করতে পারে এবং তার কর্মক্ষমতাও দিনে দিনে আরও বাড়তে থাকবে।