Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালির দুপুরে ডাচদের মুখোমুখি বিরাটরা, ফ্রিতে পেয়ে যান Disney+ Hotstar সাবস্ক্রিপশন

India vs Netherlands: আপনি ফোনে Disney + Hotstar-এ বিনামূল্যে আজকের অর্থাৎ 12 নভেম্বরের ভারত নেদারল্যান্ডস ম্যাচ দেখতে পাবেন। এবার নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন এসেছে যে, কীভাবে Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন? জেনে নিন উপায়।

দিওয়ালির দুপুরে ডাচদের মুখোমুখি বিরাটরা, ফ্রিতে পেয়ে যান Disney+ Hotstar সাবস্ক্রিপশন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 12:57 PM

দীপাবলি এবং ভারতের ক্রিকেট ম্যাচ দুটি একই দিনে পড়ছে। ডাচদের মুখোমুখি হতে চলেছে বিরাটরা। তাই অনেকেই ঘরে বসে লাইভ ক্রিকেট ম্যাচ দেখবেন। যদিও ঘরে বসে লাইভ দেখার অনেক উপায় আছে। কিন্তু আপনি ফোনে Disney + Hotstar-এ বিনামূল্যে আজকের অর্থাৎ 12 নভেম্বরের ভারত নেদারল্যান্ডস ম্যাচ দেখতে পাবেন। এবার নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন এসেছে যে, কীভাবে Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন? আপনাকে এমন একটি টিপস জানানো হবে, যাতে আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে না। ফ্রিতেই দেখতে পাবেন আজকের ম্যাচ।

Disney + Hotstar-এর Free trial

আপনি যদি ডিজনি হটস্টারের বিনামূল্যে মেম্বারশিপ পেতে চান, তবে এটির বিনামূল্যে ট্রায়াল নিতে পারেন। এক মাসের জন্য ডিজনি হটস্টারের বিনামূল্যে ট্রায়াল পেতে আপনাকে কিছু করতে হবে না। এর জন্য আপনাকে শুধু অ্যাপে গিয়ে প্ল্যানে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট অপশন এলে ট্রায়াল অপশনে ক্লিক করুন। এর পরে পেমেন্ট করুন, আপনি যদি চান তবে এক মাস শেষ হওয়ার আগে আপনি সেই প্ল্যানটি বাতিলও করতে পারেন। এতেই আপনি ফ্রিতে খেলা দেখতে পারবেন। এছাড়াও রয়েছে আরও একটি উপায়।

Jio-এর 808 টাকার প্ল্যান-

Jio-এর এই প্ল্যানটি আপনি 84 দিনের জন্য ব্যবহার করতে পারবেন এবং প্রতিদিন 100টি বিনামূল্যে SMS পাবেন। এছাড়াও, লাইভ ক্রিকেট উপভোগ করার জন্য, আপনি যেসব OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সদস্যতা পাবেন, সেগুলির মধ্যে রয়েছে Disney + Hotstar, JioTV এবং JioCinema।

Jio-এর 388 টাকার প্ল্যানও রয়েছে-

Jio-এর এই প্ল্যানে আপনি Disney + Hotstar পাচ্ছেন যার মেয়াদ 3 মাসের। এই প্ল্যানের বৈধতা এক মাস এবং এতে আপনি আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়াও প্রতিদিন 2 জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হয়।

Jio ছাড়াও, আপনি অন্য কোনও টেলিকম কোম্পানির প্ল্যানও নিতে পারেন। আপনি যদি Airtel বা Vodafone ব্যবহার করনে, তাহলে তাদের রিচার্জ প্ল্যানগুলিও নিতে পারেন। তাতেও আপনি Disney+ Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।