একটা সাধারণ TV-কে Smart করবেন কীভাবে? 20 সেকেন্ডে কাজ করে দেবে নিখরচার এই পদ্ধতি
Tech Tips: পদ্ধতিটি খুব সহজ। বিষয়টা এমনও নয় যে, আপনাকে সাধারণ টিভিকে স্মার্টটিভি করতে অনেক ঝক্কি পোহাতে হবে! নিশ্চিত করুন যেন আপনার ল্যাপটপেও HDMI পোর্ট থাকে। তারপর কীভাবে সাধারণ একটা টিভিকে স্মার্টটিভি করবেন, সেই পদ্ধতি জেনে নিন।
Normal TV To Smart TV: এক্কেবারে সাধারণ একটা TV ব্যবহার করছেন, যাতে কোনও স্মার্ট ফিচার্স নেই? তাহলে আপনার খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ, আপনার ওই পুরনো আনস্মার্ট টিভিকে স্মার্ট করারও একাধিক পদ্ধতি রয়েছে। তার জন্য একটা টাকাও খরচ করতে হবে না। যাঁদের কাছে টাকা আছে, তাঁরা সাধারণ টিভিকে স্মার্টটিভিতে রূপান্তরিত করতে অনেক দাম দিয়ে Amazon Fire TV Stick-এর মতো চমৎকার ডিভাইস কিনতে পারেন। আবার JioFiber-এর স্মার্ট সেট-টপ বক্স বা Tata Play Binge+ সেট-টপ বক্স কিনেও একটা নর্ম্যাল টিভিকে স্মার্ট করা যেতে পারে। আর যাঁরা এক পয়সাও খরচ না করে সাধারণ টিভিকে স্মার্ট করতে চান, তাঁদের জন্য রইল নিচের এই পদ্ধতিগুলি।
20 সেকেন্ডে আপনার সাধারণ টিভিকে স্মার্টটিভিতে রূপান্তরিত করবেন কীভাবে?
পদ্ধতিটি খুব সহজ। বিষয়টা এমনও নয় যে, আপনাকে সাধারণ টিভিকে স্মার্টটিভি করতে অনেক ঝক্কি পোহাতে হবে! তার জন্য আপনার দরকার একটি HDMI কেবেল এবং একটি ল্যাপটপ। অনেকের কাছেই এই দুটি জিনিস বাড়িতে রয়েছে, তাই খুব একটা সমস্যাও হওয়ার কথা নয়। এখন আপনার কাছে যদি HDMI পোর্ট না থাকে, তাহলে আপনি তা Amazon থেকে মাত্র 179 টাকা খরচ করে কিনে নিতে পারেন।
আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তা হল, নিশ্চিত করুন যেন আপনার ল্যাপটপেও HDMI পোর্ট থাকে। বেশিরভাগ ল্যাপটপেই এই পোর্ট থাকে। কিন্তু তা-ও একবার চেক করে নেওয়া উচিত। কারণ, আজকাল স্লিম ফর্ম ফ্যাক্টরের জন্য অনেক ল্যাপটপেই HDMI পোর্ট দেওয়া হয় না।
পদ্ধতি –
1) প্রথমে আপনার ল্যাপটপটি ওই HDMI কেবেল দিয়ে কানেক্ট করুন টিভির সঙ্গে। কেবেলের একটা সাইড থাকবে টিভির সঙ্গে এবং অপরটি সংযুক্ত থাকবে ল্যাপটপের সঙ্গে।
2) এবার ইনপুটস সেকশনে HDMI সুইচ করার জন্য টিভির রিমোটটিকে ব্যবহার করুন।
3) প্রত্যেক রিমোটেই থাকে একটি ইনপুট বাটন। আপনি খালি খুঁজে বের করতে হবে, প্রেস করতে হবে, তাহলেই আপনার কাজ সারা।
4) ল্যাপটপের স্ক্রিনটি আপনার টিভিতে দেখানো হবে। সেখানে আপনি যে কোনও ভিডিয়ো স্ট্রিম করতে পারেন। তবে আপনি রিমোট দ্বারা আর টিভিটিকে কন্ট্রোল করতে পারবেন না। তার কারণ আপনি এখন সেটিকে ল্যাপটপের মাধ্যমে চালাচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি যদি নেটফ্লিক্স দেখতে চান, তাহলে ল্যাপটপ খুলে, নেটফ্লিক্স থেকে একটি সিরিজ় বা সিনেমা চালিয়ে সেটিকে ফুল স্ক্রিন করে দিন।
ছবির কোয়ালিটি কেমন হবে?
ছবির কোয়ালিটি ভালই হবে। ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপে আপনি যেমন কোয়ালিটি বেছে নিয়েছেন, টিভিতেও তেমনই দেখতে পাবেন। তবে আপনি যেহেতু ল্যাপটপের স্ক্রিন কাস্ট করেছেন, সে কারণে ছবির কোয়ালিটি সামান্য কমে যেতে পারে ওরিজিনালের থেকে। তবে Smart TV Stick বা Smart Set Top box থেকে কোয়ালিটি খুব ভাল আসে। এখন আপনি যদি দাম দিয়ে থার্ড পার্টি ডিভাইস কিনতেনা চান, তাহলে এটুকু আপস তো আপনাকে করতেই হবে।