Google Map-এ নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে রেখেছেন? সময় থাকতে সরিয়ে নিন এই পদ্ধতিতে
Google Map Tips: নতুন স্ক্যাম শুরু হয়েছে Google Map-এ। হ্যাকারদের নজর এবার এই অ্যাপের উপর। মানুষের ব্যক্তিগত তথ্য এই অ্যাপের মাধ্যমে স্ক্যামাররা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে বহু মানুষই গুগল ম্যাপ ব্যবহার করে।
Google Map Security Tips: দিনের পর দিন প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে হ্যাকারদের সংখ্যাও। হ্যাকাররা মানুষের সঙ্গে স্ক্যাম করার অনেক রকম উপায় খুঁজে নিচ্ছে। সবার প্রথমে সেই তালিকায় রয়েছে স্মার্টফোন। হ্যাকারদের কাছে স্মার্টফোন বা নির্দিষ্ট কোনও অ্যাপ হ্যাক করা কঠিন কাজ নয়। তাই তারা সেই উপায়ই বেছে নিচ্ছে। আর এই সব কিছুর মধ্যে নতুন স্ক্যাম শুরু হয়েছে Google Map-এ। হ্যাকারদের নজর এবার এই অ্যাপের উপর। মানুষের ব্যক্তিগত তথ্য এই অ্যাপের মাধ্যমে স্ক্যামাররা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে বহু মানুষই গুগল ম্যাপ ব্যবহার করে। রাস্তায় বেরলে বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাপের প্রয়োজন পরে। তবে আপনি চাইলে আপনার স্মার্টফোনটিকে বা অ্যাপটিতে কোনও রকম স্ক্যাম হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারেন। তার জন্য আপনি কখন কোথায় যাচ্ছে, এছাড়াও আপনার ব্যক্তিগত সমস্ত ডেটা আপনি অ্যাপটি থেকে মুছে ফেলুন।
Google-এ ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারবেন:
অনেক সময় আপনি আপনার ব্যক্তিগত তথ্য Google Map-এ রাখেন বা বা আপলোড করেন। যেমন বাড়ির ঠিকানা, লাইসেন্স প্লেট এই সব। আর এই সব কিছুকেই হ্যাকাররা কাজে লাগাচ্ছে।
আপনার যদি Google Maps-এ কোনও ব্যক্তিগত তথ্য থাকে, তাহলে অযথা আতঙ্কিত হবেন না। Google-এ এমন একটি ফিচার আছে, যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার পরেও তা কেউ জানতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার বাড়ি এবং আপনার গাড়ির লাইসেন্স প্লেট গুগল ম্যাপ থেকে সরিয়ে ফেলবেন।
এভাবে আপনার তথ্য মুছে ফেলুন:
- প্রথমে গুগল ম্যাপ খুলুন এবং সাইন ইন করুন।
- তারপর সার্চ বারে আপনার ঠিকানা বা আপনার বাড়ির অবস্থান খোঁজার চেষ্টা করুন।
- আপনি ঠিক কোথায় থাকেন তা বুঝতে, মানচিত্রে জুম অপশনটি কাজে লাগাতে পারেন।
- মানচিত্রে আপনার বাড়ির অবস্থানে ডান-ক্লিক করুন (মোবাইলে দীর্ঘক্ষণ প্রেস করুন)।
- বিভিন্ন অপশন সহ একটি ছোট মেসেজ বক্স আসবে। তাতে “Report a problem” সিলেক্ট করুন।
- এর পরে Google আপনাকে “Google Maps: Report inappropriate Street View” নামে একটি নতুন পেজ দেখাবে।
- সেখানে “My home” অপশনটি খুঁজুন এবং ক্লিক করুন। তারপরে “Continue” অপশনে ক্লিক করুন।
- Google আপনার বাড়ির একটি রাস্তা সেই ম্যাপে দেখাবে। Privacy নিশ্চিত করতে, একটি লাল বক্স দেখতে পাবেন, সেটিকে টেনে আনুন। এতে আপনি ঠিক যে যে জায়গা অস্পষ্ট বা Blur করতে চান, করে দিন।
- এবার “Additional information” এ সিলেক্ট করে, Submit অপশনটি ক্লিক করলেই কাজ শেষ।