8,699 টাকায় Lava Blaze লঞ্চ হল ভারতে, iPhone 13-র কপি পেস্ট!
Lava Blaze Price And Specifications: সস্তার একটি স্মার্টফোন নিয়ে এল লাভা। দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটির নতুন এই মডেল সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি এক নজরে দেখে নিন।
দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Lava ভারতে একটি কম দামি স্মার্টফোন নিয়ে এসেছে, যার নাম Blaze। চারটি অনবদ্য কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির। তার থেকেও বড় কথা হল, এই Lava Blaze ফোনের লুক অনেকটাই iPhone 13-র মতো। বাজেট ফোনটিতে রয়েছে তিনটে ক্যামেরা, যার মূল সেন্সর 13MP। সাইজ়েবল একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অতিরিক্ত বিল্ট-ইন স্টোরেজের মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে ফোনটির RAM 6GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এই একই বাজেট সেগমেন্টে মূলত যে ফোনগুলির সঙ্গে এই Lava Blaze টক্কর দিতে চলেছে সেই তালিকায় রয়েছে, Realme C31, Moto E7 Plus, এবং Poco C31।
Lava Blaze ভারতে দাম, উপলব্ধতা
Lava Blaze ফোনটি ভারতে একটি মাত্রই স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেই 3GB RAM + 64GB স্টোরেজ মডেলটির দাম ভারতে মাত্র 8,699 টাকা। চারটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড। লাভা ই-স্টোর থেকে ইতিমধ্যেই ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। 14 জুলাই থেকে লাভার ই-স্টোর, দেশের বিভিন্ন অফলাইন স্টোর এবং ফ্লিপকার্টে কেনাকাটির জন্য উপলব্ধ হবে ফোনটি। প্রথম 1000-র জন ক্রেতা যাঁরা লাভা ব্লেজ ফোনটি অর্ডার দেবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি Lava probuds 21, যা একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস।
Lava Blaze স্পেসিফিকেশন, ফিচার
এই ফোনে একটি 6.51 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজ়োলিউশন 720×1600 পিক্সেলস এবং সেটি ডুয়াল সিম সাপোর্টেড। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9, হোল-পাঞ্চ ডিজ়াইন দেওয়া হয়েছে এবং Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio A22 SoC-র সাহায্যে। Lava Blaze-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আর একটি হল, ফ্রি স্টোরেজ ব্যবহারের ক্ষমতা এবং 3GB ভার্চুয়াল RAM যোগ করে ফোনের গতি বাড়িয়ে নেওয়া। একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে, যা শুরু হচ্ছে 64GB থেকে।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 13MP AI সেন্সর, LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে তাতে। ফোনটির ক্যামেরা সেটআপ HDR, প্যানোরামা, পোর্ট্রেইট, বিউটি এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর ।
শক্তিশালী 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলেই এই ফোনটি 40 ঘণ্টার প্লেব্যাক টাইম এবং 25 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে।
বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এই ফোনে রয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাক্সিলারোমিটারও দেওয়া হয়েছে। অন্যান্য কানেক্টিভিটি অপশনের দিক থেকে এই ফোনে রয়েছে, 4G VoLTE, ব্লুটুথ V5, একটি 3.5mm অডিও জ্যাক, Wi-Fi 802.11 b/g/n/ac, GPRS এবং একটি USB Type-C কানেক্টর।