অফিসিয়াল! Motorola Razr 40 এবং Razr 40 আসছে ভারতে, নজরকাড়া লুক ও ফিচার্স
Motorola Razr 40 এবং Razr 40 Ultra ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। বেশিরভাগ Motorola ফোন যেমন ফ্লিপকার্টে বিক্রি করা হয়, এই ফোল্ডেবল ফো দুটির ক্ষেত্রে তা হচ্ছে না। দুটি ফোনই বিক্রি করা হবে Amazon সহ কোম্পানির বিভিন্ন রিটেল আউটলেট থেকে।
Motorola সম্প্রতি বিশ্বদরবারে তাদের নতুন ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল ফোনের এক ঝলক দেখিয়েছিল। এবার সংস্থাটি ঘোষণা করল, সেই ফোন দুটি অর্থাৎ Motorola Razr 40 এবং Razr 40 Ultra ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। বেশিরভাগ Motorola ফোন যেমন ফ্লিপকার্টে বিক্রি করা হয়, এই ফোল্ডেবল ফো দুটির ক্ষেত্রে তা হচ্ছে না। দুটি ফোনই বিক্রি করা হবে Amazon সহ কোম্পানির বিভিন্ন রিটেল আউটলেট থেকে। যদিও Razr 40 সিরিজ় ঠিক কোন দিনে লঞ্চ করবে, সে বিষয়ে কোম্পানির তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে অফিসিয়াল টিজ়ার থেকে ইঙ্গিত মিলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোন দুটি ভারতে চলে আসবে।
নাম প্রায় এক হলেও Razr 40 এবং Razr 40 Ultra ফোন দুটি আলাদা দুই ডিভাইস। এদের মধ্যে Razr 40 Ultra হল কাটিং-এজ ক্ল্যামশেল স্টাইল ফোল্ডেবল, যাতে বেশ বড় একটি 3.6 ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে একটি 6.9 ইঞ্চির মুখ্য স্ক্রিন থাকছে, যার রিফ্রেশ রেট 165Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এই ফোনের 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
অন্য দিকে Razr 40-তে রয়েছে ছোট 1.5 ইঞ্চির কভার ডিসপ্লে। ফোল্ডেবল ফোনটির প্রাইমারি ডিসপ্লে 6.9 ইঞ্চির এবং তার রিফ্রেশ রেট 144Hz। এই ভ্যারিয়েন্টে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে একটি Snapdragon 7 Gen 1 প্রসেসর, যা 12 GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে পেয়ার করা রয়েছে।
দুটি ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড 13 OS। সেলফি ক্যামেরার জন্য দুটি ফোনেই 32MP-র ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। Razr 40 Ultra ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেই দুটি ক্যামেরার একটি 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং অপরটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Razr 40-তে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
Razr 40 ফোনে বেশ বড় একটি 4,200 mAh ব্যাটারি রয়েছে এবং Razr 40 Ultra-তে দেওয়া হয়েছে 3,800 mAh ব্যাটারি। দুটি ডিভাইসই 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত, Motorola Razr 40 Ultra-র দাম বিশ্ববাজারে 999 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 82,508 টাকা।