‘K’ ইজ় ব্যাক! Redmi K50i 5G ভারতে আসছে 20 জুলাই, চোখধাঁধানো লুক ও ডিজ়াইন, সঙ্গে তিনটে ক্যামেরা
Redmi K50i India Launch Details: বহু দিন পর 'K Series'-এ নতুন ফোন নিয়ে আসছে রেডমি। সংস্থার তরফ থেকে ট্যুইটারে নিশ্চিত বার্তা দিয়ে জানানো হয়েছে, 20 জুলাই ভারতে ফোনটি লঞ্চ করবে। একটি টিজ়ার প্রকাশ করে ফোনের এক ঝলকও দেখিয়েছে রেডমি ইন্ডিয়া।
শাওমি ভারতে শীঘ্রই একটি রেডমি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই ফোনটির নাম Redmi K50i। বহু দিন পর ‘K Series’-এ নতুন ফোন নিয়ে আসছে রেডমি। সংস্থার তরফ থেকে ট্যুইটারে নিশ্চিত বার্তা দিয়ে জানানো হয়েছে, 20 জুলাই ভারতে ফোনটি লঞ্চ করবে। একটি টিজ়ার প্রকাশ করে ফোনের এক ঝলকও দেখিয়েছে রেডমি ইন্ডিয়া।
Time to #LiveExtreme with the Krazy fast ????? ????. Gear up cause things are about to get ?????????!
1⃣ Hit Notify Me & take a screenshot: https://t.co/BM7NP5ZwuA 2⃣ Tweet the screenshot using #Redmik50i & #RedmiKIsBack 3⃣ Stand a chance to WIN #RedmiK50i pic.twitter.com/BPli1oePHx
— Redmi India | Redmi K50i (@RedmiIndia) July 6, 2022
Redmi K50i 5G ফোনটি ভারতে একটিই মাত্র নীল রঙের মডেল হিসেবে লঞ্চ করা হবে। অন্তত টিজ়ার থেকে এমনই ইঙ্গিত মিলেছে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটিতে। রেডমি-র তরফে এই ‘K Series’ মডেলটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত কোনও তথ্য জানানো হয়নি। কিন্তু ইন্টারনেটের যুগে তথ্য আলোর থেকেও বেশি দ্রুত দৌড়তে থাকে। Redmi K50i 5G ফোনেরও একাধিক ফিচার ও স্পেসিফিকেশন মার্কেটে লিক হয়েছে।
প্রসঙ্গত, ভারতে যে Redmi K50i 5G ফোনটি লঞ্চ করতে চলেছে, তা হল Redmi Note 11T Pro+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। চলতি বছরের শুরুতেই এই ফোনটি চিনে হাজির হয়েছিল। তাই Redmi Note 11T Pro+ ফোনের স্পেসিফিকেশন একবার ঝালিয়ে নিলেই ইঙ্গিত মিলবে Redmi K50i 5G ফোনটি আদতে কেমন হতে চলেছে।
Redmi K50i 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Redmi Note 11T Pro+ ফোনে যেমন স্পেকস ছিল, সেই একই যদি Redmi K50i 5G ফোনেও থাকে, তাহলে একটি 6.6 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 144Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসরের সাহায্যে।
থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 64MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো লেন্স। 4,400mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনেও, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
তবে এই স্পেসিফিকেশনগুলিই হুবহু থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত রেডমি-র তরফ থেকে মেলেনি। আগামী আর কয়েক দিনের মধ্যেই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংস্থাটি জানাবে বলেই মনে করা হচ্ছে। বাকি রহস্যের উদঘাটন হতে চলেছে 20 জুলাই।