Flipkart Sale: দীপাবলির আগেই দুর্ধর্ষ অফার, নামী দামি স্মার্টওয়াচ মিলবে একদম জলের দরে
Flipkart Big Diwali Sale 2023: আপনি যদি অনেক কম দামে ব্লুটুথ কলিং সহ সস্তার স্মার্টওয়াচগুলি কিনতে চান, তাহলে Flipkart-এই এই সুযোগ পেয়ে যাবেন। Flipkart-এ স্মার্টওয়াচের উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে।
দিওয়ালি উপলক্ষ্যে বিভিন্ন ই-কমার্স সাইটে সেল দেওয়া হচ্ছে। আর তাতে অনেক জিনিসের দামই কমানো হয়েছে। আপনি যদি অনেক কম দামে ব্লুটুথ কলিং সহ সস্তার স্মার্টওয়াচগুলি কিনতে চান, তাহলে Flipkart-এই এই সুযোগ পেয়ে যাবেন। Flipkart-এ স্মার্টওয়াচের উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। আর সেসব স্মার্টওয়াচে আপনি SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটর, স্লিপিং মনিটর, বার্ন ক্যালোরি মিটার সহ আরও অনেক ফিচার পাবেন। তবে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আপনি কোন কোন স্মার্টওয়াচে এই অফার পাবেন।
BeatXP Marv Neo
এই স্মার্টওয়াচটির আসল দাম 6,499 টাকা। কিন্তু এতে 85% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে এই ঘড়িটি মাত্র 999 টাকায় কিনতে পারবেন। এমনকি আপনি এতে 900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখনও পর্যন্ত প্রায় 8 হাজারেরও বেশি ব্যবহারকারী এই স্মার্টওয়াচটিকে 4টি রেটিং দিয়েছেন। এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে।
boAt Storm Call
boAt Storm Call-এর দাম 1799 টাকা। এতে রয়েছে 1.69-ইঞ্চি এইচডি ডিসপ্লে, বিটি কলিং, 550 নিট ব্রাইটনেশ, 150টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। এছাড়াও এতে বিভিন্ন সব হেলথ ফিচার রয়েছে। আপনি এই স্মার্টওয়াচটিতে অনেক দুর্দান্ত ফিচার পাবেন, যার মধ্যে রয়েছে SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটর।
Boult Sterling
এতে রয়েছে 1.52 ইঞ্চি এইচডি স্ক্রিন। তাতে 360×360 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। 700 নিট সর্বোচ্চ উজ্জ্বলতা পেয়ে যাবেন। কোম্পানির দাবি, আপনি রোদেও এই স্মার্টওয়াচে দুর্দান্ত ব্রাইটনেস পাবেন। এতে ব্লুটুথ কলিং ফিচারও দেওয়া হয়েছে। আর স্মার্টওয়াচটিতে 100 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও এটি বিভিন্ন রঙে আনা হয়েছে। এর দাম 1,599 টাকা।