Joker Virus: প্লে স্টোরে ফের জোকার ভাইরাসের আগমন! এই ১৪ অ্যান্ড্রয়েড অ্যাপে লুকিয়ে বড়সড় ক্ষতির পরিকল্পনা

Joker Virus Back On Play Store: গুগল প্লে স্টোরে ১৪টি অ্যাপে আবারও জোকার ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সেই অ্যাপগুলি এখনই চিনে নিন এবং ডিলিট করে দিন আপনার ফোন থেকে।

Joker Virus: প্লে স্টোরে ফের জোকার ভাইরাসের আগমন! এই ১৪ অ্যান্ড্রয়েড অ্যাপে লুকিয়ে বড়সড় ক্ষতির পরিকল্পনা
আপনার ফোনে জোকার ভাইরাস লুকিয়ে নেই তো?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2021 | 11:28 AM

ফিরে এল জোকার ভাইরাস। একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপে ফের একবার ভয়ঙ্কর এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এই জোকার ভাইরাস হল ম্যালিশিয়াস কোড, যা অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে! ক্যাসপারস্কি-র অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার অ্যানালিস্ট তাতিয়ানা শিশকোভা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মোট ১৪টি অ্যান্ড্রয়েড অ্যাপে এই ম্যালওয়্যারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। টুইট করে সেই সব অ্যাপের তালিকাও প্রকাশ করেছেন তাতিয়ানা।

জেনে রাখা ভাল, এই জোকার ম্যালওয়্যার আদতে এমনই এক ভাইরাস যা প্রায়শই গুগল প্লে স্টোর-এ ফিরে আসে। নিজের কোড পরিবর্তন করে বা প্লেলোড-রিট্রিভিং পদ্ধতির সাহায্যে গুগল-এর অফিসিয়াল অ্যাপ স্টোরে ক্ষণে ক্ষণে জায়গা করে নেয় জোকার নামের এই ‘ডেটা-চোর’ ম্যালওয়্যার। এটি ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য, SMS, কনট্যাক্ট লিস্ট, ডিভাইস তথ্য, OTP-সহ আরও একাধিক জিনিস চুরি করার ওস্তাদ। ২০১৭ সালে এই ম্যালওয়্যারের প্রথম সন্ধান পান রিসার্চাররা।

২০১৯ সালে গুগল-এর তরফ থেকে একটি ব্লগপোস্টে লেখা হয় যে, ‘দীর্ঘ দিন ধরে জোকার ম্যালওয়্যারের সঙ্গে যুদ্ধ চলছে।’ তবে ২০১৭ সালের থেকে ২০১৯ সালে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে জোকার। নতুন পদ্ধতি, একাধিক কারসাজির সহায়তায় পরবর্তীতে ঘনঘন অ্যান্ড্রয়েড অ্যাপে হানা দিতে থাকে খতরনাক এই ম্যালওয়্যার। নিয়ম করে প্রায় প্রতি মাসেই প্লে স্টোরে কোনও না কোনও অ্যাপে খোঁজ মেলে এই ভাইরাসের। সম্প্রতি যে ১৪টি অ্যাপে নতুন করে জোকার ভাইরাসের সন্ধান মিলেছে, সেগুলি এক নজরে দেখে নিন এবং যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকেও ডিলিট করে দিন অ্যাপগুলি।

১) সুপার-ক্লিক ভিপিএন

এটি একটি ফ্রি ভিপিএন অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই এই অ্যাপ ডিলিট করা হয়েছে। তবে তার APK ফাইল এখনও পর্যন্ত রয়ে গিয়েছে।

২) ভলিউম বুস্টিং হিয়ারিং এইড

নমা শুনেই বোঝা যাচ্ছে। এই অ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনকেই হিয়ারিং এইড হিসেবে কাজে লাগানো যেতে পারে।

৩) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন বাবল এফেক্টস

ব্যাটারি চার্জ করার সময় আপনার স্মার্টফোনে কিছু অসাধারণ অ্যানিমেশন এফেক্টস দেখাতে পারে এই অ্যাপ।

৪) ফ্ল্যাশলাইট ফ্ল্যাশ অ্যালার্ট অন কল

এটি একটি ফ্ল্যাশ লাইট অ্যালার্ট অ্যাপ। কল চলাকালীন বা SMS পাঠানোর সময়ে ফ্ল্যাশ লাইট জ্বেলে অ্যালার্ট করে দেয় অ্যাপটি।

৫) ইজ়ি পিডিএফ স্ক্যানার

এটি একটি PDF স্ক্যানার অ্যাপ। প্লে স্টোর থেকে এই অ্যাপ সরানো হয়েছে। তবে আপনার ফোনে থাকলে এখনও প্রভূত ক্ষতির সম্ভাবনা।

৬) স্মার্টটিভি রিমোট

গুগল প্লে স্টোরে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনার স্মার্টফোনকেই স্মার্টটিভির রিমোট হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৭) হ্যালোউইন কালারিং

এই অ্যাপ আসলে একটি গেম। হ্যালোউইন কালারিং এই গেমের মধ্যেও জোকার ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

৮) ক্লাসিক ইমোজি কিবোর্ড

এই অ্যাপের সাহায্যে ইউজাররা যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্তত ৩০০০ প্লাস অতিরিক্ত ইমোজি ব্যবহার করতে পারবেন।

৯) ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইক্যুয়ালাইজার

এটিও অ্যান্ড্রয়েডের জন্য একটি ভলিউম বুস্টার অ্যাপ। এই অ্যাপের তরফ থেকে প্লে স্টোরের ডেসক্রিপশনে লেখা হয়েছে, ‘আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুণমান বাড়াতে সাহায্য করবে।’

১০) সুপার হিরো এফেক্ট

এটি একটি স্পেশ্যাল এফেক্ট অ্যাপ। এর সাহায্যে ফায়ার, লাইটনিং, এনার্জি, লেজ়ার এফেক্টস-সহ একাধিক সুবিধা পাওয়া সম্ভব।

১১) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন ওয়ালপেপার

আপনার ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে অ্যালার্ট করবে এই অ্যাপটি। আপনি যাতে দ্রুত চার্জার থেকে আপনার ফোন আনপ্লাগ করেন, সেই দিকটা নজর রাখে এই অ্যান্ড্রয়েড অ্যাপ।

১২) ড্যাজ়লিং কিবোর্ড

পার্সোনালাইজ় কিবোর্ডের যাঁরা খোঁজ করেন, তাঁদের জন্য অত্যন্ত সহায়ক এই অ্যাপ।

১৩) ইমোজিওয়ান কিবোর্ড

আর একটি কিবোর্ড অ্যাপ, যা জেসচার ইনপুটস, ক্লাউড প্রেডিকশন এবং ভয়েস ইনপুট দিতে সক্ষম।

১৪) নাও QRকোড স্ক্যান

এই অ্যাপ ব্যবহার করলে আপনার মোবাইল ফোন প্রফেশনাল মাল্টি-ফাংশনাল বারকোড স্ক্যানার।

আরও পড়ুন: ভুল করে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয়ে গেল? ফিরিয়ে নিয়ে আসুন এই পদ্ধতিতে

আরও পড়ুন: বিটা আপডেটে অত্যন্ত জরুরি ডেটা প্রাইভেসি ফিচার যোগ করল গুগল ক্রোম

আরও পড়ুন: এবার টুইট করেই রোজগার করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা, কী ভাবে, জেনে নিন

শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে