টাচ কন্ট্রোল ফিচারের দুরন্ত Redmi Buds 4 Lite ইয়ারবাড লঞ্চ হল, দাম মাত্র 1,650 টাকা
Redmi Buds 4 Lite ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করা হয়েছে CNY 139 বা 1,650 টাকা দামে। সানি হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, সানসেট অরেঞ্জ অবং ট্রেন্ড গ্রিন এই কয়েকটি রঙে পাওয়া যাবে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি।
পরবর্তী প্রজন্মের TWS Earbuds লঞ্চ করে দিল Xiaomi। আপাতত চিনের বাজারের জন্যই নিয়ে আসা হয়েছে সেই Redmi Buds 4 Lite ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে Bluetooth 5.3 কানেক্টিভিটি। খুব হাল্কা এই Redmi Buds 4 Lite ইয়ারবাড অত্যন্ত উজ্জ্বল এবং আকর্ষণীয় কিছু রঙে লঞ্চ করা হয়েছে। এই অডিও ডিভাইসে 12mm ড্রাইভার রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে এবং IP54 ওয়েদারপ্রুফিং সার্টিফায়েড। কলিং এবং অডিও কন্ট্রোলের জন্য় বিল্ট-ইন কন্ট্রোল দেওয়া হয়েছে ইয়ারবাডটিতে।
Redmi Buds 4 Lite: দাম ও উপলব্ধতা
চিনে এই Redmi Buds 4 Lite ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করা হয়েছে CNY 139 বা 1,650 টাকা দামে। সানি হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, সানসেট অরেঞ্জ অবং ট্রেন্ড গ্রিন এই কয়েকটি রঙে পাওয়া যাবে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি। তবে এই লেটেস্ট রেডমি ইয়ারবাড কবে নাগাদ ভারতে লঞ্চ করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Redmi Buds 4 Lite: ফিচার ও স্পেসিফিকেশন
Redmi Buds 4 Lite ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটিতে লাইটওয়েট ডিজ়াইন পয়েছে। শাওমির তরফ থেকে দাবি করা হচ্ছে, এর ওজন মাত্র 3.9 গ্রাম, কানে দীর্ঘ সময় পরে থাকার জন্য খুবই হাল্কা। হাফ ইন এয়ার শেপের এই ইয়ারবাডে ভাইব্র্যান্ট কালার অপশন দেওয়া হয়েছে। ডিভাইসটিতে নয়েজ়-রিডাকশন অ্যালগরিদম রয়েছে, যা পিক আপ করার পরেই ব্যাকগ্রাউন্ড নয়েজ় অনেকটাই কমিয়ে দেবে।
Redmi Buds 4 Lite ইয়ারবাডটি লেটেস্ট Bluetooth 5.3 স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্প্যাটিবল, 10 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। কুইক পেয়ারিং ফিচারের সাহায্যে সমস্ত শাওমি ডিভাইসে এই ইয়ারবাডটি খুব দ্রুত কানেক্ট করতে পারে। কলস, মিউজ়িক এবং গেমিং মোড এনাবল করার জন্য এই ইয়ারবাডে রয়েছে টাচ কন্ট্রোল।
একবার চার্জে এই TWS ইয়ারবাড 5 ঘণ্টার স্ট্যান্ডআলোন ব্যাটারি লাইফ দিতে পারে। চার্জিং কেসে রেখে দিলে 20 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে। ডিভাইসটি প্যাকেজড করা রয়েছে IP54 ওয়েদারপ্রুফিং সার্টিফায়েড বডির সাহায্যে।