প্রিমিয়াম Sonos Era 300 এবং Era 100 স্পিকার লঞ্চ হল, দাম ও ফিচার্স জেনে নিন
Sonos Era 300 স্পিকারটি লঞ্চ করা হয়েছে 54,999 টাকায়। আবার, Sonos Era 100 স্পিকারের দাম 29,999 টাকা। কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে ডিভাইস দুটি কিনতে পারবেন কাস্টমাররা। তার জন্য অপেক্ষা করতে হবে 20 অক্টোবর পর্যন্ত। 15 অক্টোবর থেকে Sonos Era 300 এবং Sonos Era 100 স্পিকার দুটি বুক করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অডিও প্রোডাক্ট প্রস্তুতকারক সংস্থা Sonos দুটি নতুন স্মার্ট স্পিকার লঞ্চ করেছে – Era 300 এবং Era 100। সদ্য লঞ্চ হওয়া প্রোডাক্ট দুটিতেই রয়েছে ডলবি অ্যাটমস সহযোগে ট্রুপ্লে টেকনোলজি স্পেশিয়াল অডিও। Era 300 এবং Era 100 নতুন স্পিকার দুটির দাম কত, কী-কী ফিচার্স রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Sonos Era 300 এবং Era 100: দাম ও অন্যান্য তথ্য
Sonos Era 300 স্পিকারটি লঞ্চ করা হয়েছে 54,999 টাকায়। আবার, Sonos Era 100 স্পিকারের দাম 29,999 টাকা। কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে ডিভাইস দুটি কিনতে পারবেন কাস্টমাররা। তার জন্য অপেক্ষা করতে হবে 20 অক্টোবর পর্যন্ত। 15 অক্টোবর থেকে Sonos Era 300 এবং Sonos Era 100 স্পিকার দুটি বুক করা যাবে। সাদা ও কালো এই দুই রঙে স্পিকার দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Sonos Era 300: ফিচার ও স্পেসিফিকেশন
ছয়টি ড্রাইভার রয়েছে এই স্পিকারে। ডলবি অ্যাটমস সাপোর্ট থাকার ফলে ভিন্ন ডিরেকশনে অডিও এক্সপিরিয়েন্স দিতে পারে। গান শোনা তো আছেই, সিনেমা, ওয়েব সিরিজ়-সহ অন্যান্য কনটেন্ট দেখার ক্ষেত্রেও অনন্য সাউন্ড এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এটিই কোম্পানির প্রথম স্কুটার, যাতে মাল্টি চ্যানেল সারাউন্ড সাউন্ডের মতো গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। Arc বা Beam (Gen 2)-এর সঙ্গে স্পিকার দুটিকে পেয়ার করেও হোম থিয়েটারের সেটআপে মারাত্মক সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Sonos Era 100: ফিচার ও স্পেসিফিকেশন
আগের মডেলের থেকে এই ইয়ারবাডটি আকারে অনেকটাই বড়। নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার দেওয়া হয়েছে, যাতে অ্যাডভান্সড অ্যাকাওস্টিক্স ও ডিজ়াইন দেওয়া হয়েছে, যা পরিষ্কার স্টিরিও সাউন্ড এবং ডিপ বাস্ দিতে পারে। এছাড়া ক্লিয়ার স্টিরিও সাউন্ডের জন্য এতে রয়েছে টু অ্যাঙ্গেলড্ ক্লিয়ার স্টিরিও সাউন্ড। Sonos Era 100 স্পিকার দুটি নিয়ে আপনি রিয়ার ইউনিট হিসেবে ইনকর্পোরেট করে সারাউন্ড সাউন্ড সিস্টেমের অভিজ্ঞতা নিতে পারেন।