Whatsapp Features: ২ জিবি সাইজের ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই! জনপ্রিয় মেসেজিং অ্যাপে আসছে নতুন ফিচার

Whatsapp Media Sharing: বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০০ এমবি সাইজের ফাইল সেন্ড করা সম্ভব। কিন্তু নতুন ফিচার চালু হলে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠানো সম্ভব হবে।

Whatsapp Features: ২ জিবি সাইজের ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই! জনপ্রিয় মেসেজিং অ্যাপে আসছে নতুন ফিচার
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 6:16 PM

নতুন ফিচার (Whatsapp New Feature) আসতে চলেছে হোয়াটসঅ্যাপে (Whatsapp Messaging App)। বলা হচ্ছে, এবার ২ জিবি সাইজ (2 GB Size File) পর্যন্ত ফাইল হোয়াটসঅ্যাপের (Whatsapp Message) মাধ্যমে পাঠানো যাবে। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু করার আগে বিটা টেস্টিং করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এক্ষেত্রেও তাই হচ্ছে। আপাতত বেশ কিছু বিটা টেস্টারকে হোয়াটসঅ্যাপের তরফে এই নতুন ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে। জানা গিয়েছে, অ্যানড্রয়েড হোক বা আইওএস, দু’ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। শোনা গিয়েছে, আপাতত আর্জেন্টিয়ায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশগুলিকে এখন অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

আমরা সকলেই জানি যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত মিডিয়া ফাইলসই শেয়ার করা সম্ভব হয়। এর জন্য অনেকসময়েই কনটেন্ট এডিট করে কেটেছেঁটে ছোট করতে হয়। এমনকি জিমেলেও ২৫ এমবির বেশি সাইজের ফাইল একবারে অ্যাটাচমেন্ট করে পাঠানো যায় না। এই পরিস্থিতিতে যদি হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু হয়ে যেখানে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল অনায়াসে পাঠানো যাবে, তাহলে ইউজাররা অত্যন্ত উপকৃত হবেন। হোয়াটসঅ্যাপে এই বেশি সাইজের ফাইল পাঠানোর ফিচার চালু হয়ে গেলে অনায়াসে বড় অডিয়ো ফাইল বা ভাল কোয়ালিটির ইমেজ কিংবা ভিডিয়ো অন্য কাউকে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই হবে সমস্যার সমাধান। এর জন্য কনটেন্ট এডিটের করে সাইজ কাটছাঁট করার কোনও প্রয়োজন হবে না। এর পাশাপাশি ফাইল পাঠানোর জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারেরও দরকার নেই। এমনিতেই কোনও কনটেন্টের সাইজ কমানোর অর্থ হলে সেই কনটেন্টের গুণমান খারাপ করা। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে এইসব সমস্যার সমাধান হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০০ এমবি সাইজের ফাইল সেন্ড করা সম্ভব। কিন্তু নতুন ফিচার চালু হলে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠানো সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, আপাতত আর্জেন্টিয়ায় কিছু বিটা ইউজারকে হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে। ফাইনাল রোলআউট এখনও শুরু হয়নি। তাই যতক্ষণ পর্যন্ত না হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত না হওয়াই ভাল।

আরও পড়ুন- Whatsapp Chat Pin To Top: হোয়াটসঅ্যাপ চ্যাটকে কীভাবে ‘পিন টু টপ’ করবেন? শিখে নিন ট্রিকস

আরও পড়ুন- WhatsApp Tricks and Tips: অ্যাপ না খুলেই কীভাবে হোয়াটসঅ্যাপে আসা মেসেজ পড়বেন?

আরও পড়ুন- WhatsApp tips and tricks: নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে কীভাবে কাউকে মেসেজ পাঠাবেন?