Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oldest Galaxy: সবথেকে প্রাচীন গ্যালাক্সির ছবি দেখা গেল প্রথম বার, অসম্ভবকে সম্ভব করে দেখাল জেমস ওয়েব টেলিস্কোপের লেন্স

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা একটি দুর্ধর্ষ ছবি প্রকাশ করল নাসা। স্পেস অবজারভেটরি এখনও পর্যন্ত মানবতার দেখা প্রাচীনতম ছায়াপথের ছবি তুলে নিয়ে এসেছে। সেই ছবি যেন বিজ্ঞানীদের কাছেও অপ্রত্যাশিত ছিল।

Oldest Galaxy: সবথেকে প্রাচীন গ্যালাক্সির ছবি দেখা গেল প্রথম বার, অসম্ভবকে সম্ভব করে দেখাল জেমস ওয়েব টেলিস্কোপের লেন্স
প্রাচীনতম সেই গ্যালাক্সি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 7:07 PM

লঞ্চের প্রায় কয়েক মাস পরে এক এক করে সাফল্যের খতিয়ান তুলে ধরছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। গতকালই শোনা যায় যে, ওয়েবের একটি গুরুত্বপূর্ণ আয়না ভয়ঙ্কর ক্ষতির মুখে। এর মধ্যেই আবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা একটি দুর্ধর্ষ ছবি প্রকাশ করল নাসা। স্পেস অবজারভেটরি এখনও পর্যন্ত মানবতার দেখা প্রাচীনতম ছায়াপথের (Oldest Galaxy) ছবি তুলে নিয়ে এসেছে। সেই ছবি যেন বিজ্ঞানীদের কাছেও অপ্রত্যাশিত ছিল।

GLASS-z13 নামক গ্যালাক্সিটি আমাদের থেকে 13.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে, এটি মানুষের দ্বারা পর্যবেক্ষণ করা প্রাচীনতম ছায়াপথ কীভাবে হতে পারে? জেমস ওয়েব যে আলোর ছবি তুলেছে, তা বিগ ব্যাংয়ের 300 মিলিয়ন বছর পরে গ্যালাক্সি থেকে নির্গত হয়েছিল, মহাবিশ্ব তখন অত্যন্ত তরুণ ছিল।

মানুষের দ্বারা পর্যবেক্ষণ করা প্রাচীনতম ছায়াপথ

জেমস ওয়েব যা দেখেছিল, তা মূলত মহাবিশ্বের গঠনমূলক পর্যায়ে গ্যালাক্সিটি কেমন ছিল। প্রাচীনতম গ্যালাক্সি রেকর্ড করার পূর্ববর্তী রেকর্ডটি 2016 সালে হাবল টেলিস্কোপ দ্বারা সেট করা হয়েছিল। প্রায় 100 মিলিয়ন বছর পিছনে গিয়ে এই রেকর্ড করতে সক্ষম হয়েছিল হাবল। সেই গ্যালাক্সির নাম GN-Z11।

নতুন যে ছবিটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তুলেছে, তা থেকে একাধিক আকর্ষণীয় বিষয় উঠে এসেছে। গ্যালাক্সিগুলি কীভাবে তৈরি হয়, তারা কত দ্রুত বৃদ্ধি পায় এবং দূর মহাবিশ্বে মানবতা এই জাতীয় কতগুলি ছায়াপথ আবিষ্কার করতে পারে কি না, সে সম্পর্কিত অনেক অনুমানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এই আবিষ্কার।

Oldest Galaxy From JWST

একটি প্রিপ্রিন্ট পেপারে হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিজ্ঞানী রোহন নাইডু ব্যাখ্যা করেছেন যে, কীভাবে বিগ ব্যাং-এর পর প্রথম কয়েক মিলিয়ন বছর মানবতার কাছে বোধগম্য হওয়ার জন্য অধরা ছিল। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আমাদের কাছে শুধুমাত্র হাবল থেকে প্রাপ্ত ডেটাই ছিল সবকিছু যখন এটি GN-Z11 দেখেছিল। সেই তথ্যের উপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে, এই ধরনের প্রাচীন ছায়াপথগুলি ম্লান, দুষ্প্রাপ্য এবং ছোট হবে।

ঠিক এখানেই চ্যালেঞ্জ জানিয়েছে সদ্য আবিষ্কৃত GLASS-z13। কারণ, এটি অত্যন্ত উজ্জ্বল। এমনকী, গবেষকরা এটিকে ‘উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল’ বলে অভিহিত করেছেন। GLASS-z13 ছাড়াও জেমস ওয়েব GLASS-z11 নামক আর একটি সুপার উজ্জ্বল তরুণ গ্যালাক্সি খুঁজে পেয়েছেন। জেমস ওয়েব উৎক্ষেপণের ঠিক সাত মাসের মধ্যেই মানুষের কাছে প্রাচীনতম ছায়াপথের মোট সংখ্যাকে আশ্চর্যজনক ভাবে তিনটি করে দিয়েছে।

ওয়েব দ্বারা সংগৃহীত এই তথ্য কিসের ইঙ্গিত দিচ্ছে

সহজভাবে বলতে গেলে, গ্যালাক্সিগুলি আমাদের পূর্ববর্তী অনুমানের চেয়ে অনেক আগেই তাদের গঠন শুরু করতে পারে। এটি পরীক্ষা করার জন্য তারা ওয়েব স্পেস টেলিস্কোপের NIRCam যন্ত্র থেকে ডেটার উপর ভিত্তি করে কম্পিউটার মডেল তৈরি করেছে। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, বিগ ব্যাংয়ের 300-400 মিলিয়ন বছর পরে প্রতিটি ছায়াপথ ইতিমধ্যেই সূর্যের প্রায় 1 বিলিয়ন বার মোট ভর-সহ তারার একটি সংগ্রহ তৈরি করেছে।