Space Tourism: পঞ্চম Crewed Mission, জেফ বেজোসের ব্লু অরিজিন সংস্থা ফের মহাকাশে পাঠাল ৬ পর্যটককে
Space Tourism: মহাকাশে পর্যটনের ক্ষেত্রে শুধু ব্লু অরিজিন নয়, অন্যান্য অনেক সংস্থাই আগ্রহ দেখিয়েছে। তবে সবার মধ্যে নজর কেড়েছে প্রাক্তন অ্যামাজন কর্তা জেফ বেজোসের ব্লু অরিজিন সংস্থা।

স্পেস ট্যুরিজমের উপর বহুদিন ধরেই আগ্রহ দেখিয়েছেন ধনকুবের জেফ বেজোস। অ্যামাজনের প্রাক্তন এই অধিকর্তার সংস্থা ব্লু অরিজিন তাদের পঞ্চম টুরিস্ট ফ্লাইটের আয়োজন ইতিমধ্যেই করে ফেলেছে। এই উড়ানের মাধ্যমে মোট ছয়জনকে মহাকাশে পাঠানো হয়েছে। তাঁরা যাবেন Karman line- এর উপরের অংশে। এই Karman line হল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মহাকাশ সীমান্ত যা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে ১০০ কিলোমিটার উপরে রয়েছে। মাত্র ১১ মিনিটের উড়ানে মহাকাশে পৌঁছে যাবেন এই ছয়জন। গত শনিবার এই উড়ান সম্পন্ন হয়েছে। পশ্চিম টেক্সাসে ব্লু অরিজিন সংস্থার ফেসিলিটি সাইট ওয়ান থেকে উড়ান শুরু হয়েছিল। এবারেও লঞ্চের ক্ষেত্রে New Shepard ব্যবহার করা হয়েছে। তার মধ্যে ছিল একটি রকেট এবং একটি ক্যাপস্যুল। এই দু’টি জিনিসই পুনরায় ব্যবহার করা যাবে।
মহাকাশে পর্যটনের ক্ষেত্রে শুধু ব্লু অরিজিন নয়, অন্যান্য অনেক সংস্থাই আগ্রহ দেখিয়েছে। তবে সবার মধ্যে নজর কেড়েছে প্রাক্তন অ্যামাজন কর্তার ব্লু অরিজিন সংস্থা। জেফ বেজোস নিজেও মহাকাশে ঘুরে এসেছে তাঁর ভাইকে নিয়ে। জানা গিয়েছে, চলতি উড়ান জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন এবং New Shepard লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে ২১তম উড়ান। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় crewed flight- এর আয়োজন করেছে ব্লু অরিজিন সংস্থা। এর আগে গত ৩১ মার্চ NS-20 উড়ানের আয়োজন করেছিল জেফ বেজোসের সংস্থা। সেটিই ছিল ২০২২ সালে ব্লু অরিজিন সংস্থার আয়োজন করা প্রথম crewed flight যা সদস্যদের মহাকাশে নিয়ে গিয়েছিল। অন্যদিকে এই দ্বিতীয় অভিযান ২০ মে হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিক ভাবে ভেহিকেলে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত উড়ান হয় জুন মাসে। যদিও এই সমস্যার কথা প্রকাশ্যে আনেনি সংস্থা।
২০২২ সালে ব্লু অরিজিনের দ্বিতীয় ক্রু স্পেস মিশনে ছিলেন বিনিয়োগকারী এবং NS-19- এর নভশ্চর Evan Dick, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার এবং নাসার প্রাক্তন টেস্ট লিড Katya Echazarreta, বিজনেস জেট পাইলট এবং Action Aviation চেয়ারম্যান Hamish Harding, সিভিল প্রোডাকশন ইঞ্জিনিয়ার Victor Correa Hespanha, adventurer and Dream Variation Ventures- এর সহ-প্রতিষ্ঠাতা Jaison Robinson। এছাড়াও ছিলেন explorer and co-founder of private equity firm Insight Equity Victor Vescovo, Commander, USN (retd)। এর মধ্যে Katya Echazarreta- র বয়স মাত্র ২৬ বছর। তিনি ইতিমধ্যেই youngest American woman in space খেতাব জিতে নিয়েছেন। এর পাশাপাশি তিনিই প্রথম মেক্সিকান মহিলা যিনি মহাকাশ মিশনে যুক্ত হয়েছেন। প্রথম ব্রাজিলীয় হিসেবে এই অভিযানে সামিল ছিলেন Victor Correa Hespanha।





