Sun Breaks Off: ভেঙে পড়ল সূর্যের এক অংশ! পৃথিবীর কী হবে? চিন্তায় বিজ্ঞানীমহল

Solar Polar Vortex: সত্যিই কি সূর্য ভেঙে পড়েছে? সম্প্রতি একটি ঘটনায় তেমনই ইঙ্গিত মিলেছে, যা নিয়ে গবেষকরা রীতিমতো উদ্বিগ্ন। এই ঘটনার ফলে পৃথিবীর উপরে কী প্রভাব পড়তে চলেছে, জেনে নিন।

Sun Breaks Off: ভেঙে পড়ল সূর্যের এক অংশ! পৃথিবীর কী হবে? চিন্তায় বিজ্ঞানীমহল
সূর্যের প্লাজ়মা ভেঙে পড়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 8:04 PM

সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যকে অদ্ভুতভাবে নড়াচড়া করতে দেখা গিয়েছে। আপাত দৃষ্টিতে বিজ্ঞানীরা দেখে ভেবেছিলেন যে, সূর্যের একটি টুকরো হয়তো ভেঙে পড়েছিল। আসলে কিন্তু তা নয়। গত 2 ফেব্রুয়ারি সূর্যের প্লাজ়মার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে সৌর বায়ুমণ্ডলে সঞ্চালিত হতে থাকে। এই প্লাজ়মা হাজার-হাজার মাইল উচ্চতায় সূর্যের উত্তর মেরুতে প্রদক্ষিণ করতে থাকে। তারপরই তা অদৃশ্য হয়ে যায়। অনন্য এই ঘটনা দেখে বিজ্ঞানীরা বিস্মিত। তাঁরা আগে এমনতর ঘটনা দেখেননি বলেই দাবি করেছেন। ঘটনার একটি ভিডিয়ো টুইটারে খুব ভাইরালও হয়েছে। ভিডিয়োটি কয়েক সেকেন্ডের হলেও ঘটনাটি চলেছিল প্রায় 8 ঘণ্টারও বেশি সময় ধরে।

ক্যালিফর্নিয়ার দ্য অ্যারোস্পেস কর্পোরেশনের এক গবেষণা বিজ্ঞানী তমিথা স্কোভ টুইটারে ভিডিয়োটি শেয়ার করেন। নাসার সোলার ডায়নামিক্স অবজ়ার্ভেটরি এই ঘটনাটি তুলে ধরেছে। প্লাজ়মার এই বড় অংশটি আলাদা হয়ে গেলে তা মেরুতে ঘূর্ণির মতো হয়ে যায়। মেরুতে তৈরি হওয়ার কারণেই একে ‘পোলার ভর্টেক্স’ (Polar Vortex) বলা হয়। তামিথা স্কোভ তার টুইটে লিখেছেন, “সূর্যের উত্তর অংশে মূল ফিলামেন্ট থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন তা একটি বিশাল মেরু ঘূর্ণি হিসেবে আমাদের নক্ষত্রের উত্তর মেরুতে ঘুরছে।”

সূর্য থেকে প্লাজ়মার বড় অংশ আলাদা হওয়ার অর্থ কী?

সূর্য থেকে প্লাজ়মার অংশ বিচ্ছিন্ন হলে কী হতে পারে, তা অনেকেরই ধারণার বাইরে। প্রকৃতপক্ষে সূর্য অনেক ধরনের গ্যাস দিয়ে তৈরি, যা বৈদ্যুতিক চার্জ যুক্ত। সব নক্ষত্রের গঠনই প্রায় এক। এই চার্জগুলিকেই বলে প্লাজ়মা। সূর্য থেকে সর্বদাই প্লাজ়মা বের হতে থাকে। এটি ভূপৃষ্ঠ থেকে উঠে হাজার হাজার কিলোমিটার দূরে মহাকাশে চলে যায়। কিন্তু তা সর্বদাই একটি সুতার মতো সৌরপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত থাকে। তাহলে এবার কী হল? আসলে, এবারে যখন প্লাজমা মহাকাশে উঠেছিল, তখন তা পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হওয়ার পরিবর্তে এটি আলাদা হয়ে গিয়েছিল।

সূর্যের মেরু প্রদক্ষিণ করে প্লাজ়মা

প্লাজ়মা সৌরপৃষ্ঠের উপরে অনেকক্ষণ থাকতে পারে এবং সূর্যের মেরুগুলির চারপাশে প্রদক্ষিণও করতে থাকে। সূর্যের মেরুতে এটিকে দেখতে অনেকটাই ঘূর্ণঝড়ের মতো দেখাচ্ছিল। কখনও আবার তা নিম্নচাপের কারণেও গঠিত হতে পারে, যা প্রায় পৃথিবীর মেরুর ঘূর্ণির মতোই। কলোরাডোর ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের সৌর বিজ্ঞানী স্কট ম্যাকিনটোশ বলেছেন, তিনি কখনও প্লাজ়মাকে এমন আচরণ করতে দেখেননি। তিনি আরও যোগ করে বলছেন, সূর্যের 55 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি প্লাজ়মা ফিলামেন্টগুলি নিয়মিতভাবে বের হতে থাকে।

পৃথিবীর উপরে কোনও প্রভাব ফেলবে

বিগত 11 বছর ধরে সূর্যের বিভিন্ন কার্যকলাপ থেকে বিজ্ঞানীদের অনুমান, সার্কলের শেষ দিকে এগিয়ে চলেছে নক্ষত্রটি। সেই কারণেই সূর্যকে বিভিন্ন সময়ে নড়াচড়া করতে দেখা যাচ্ছে। পাশাপাশি, গত কয়েক মাস ধরে সূর্য থেকে একটানা বিশাল প্লাজ়মাও বের হতে দেখা গিয়েছে এই কারণেই। তবে প্লাজ়মার এই ফিলামেন্টগুলি পৃথিবীর জন্য কখনই ভয়ঙ্কর নয়। যদিও তারা পৃথিবীর খুব কাছে চলে এলে স্যাটেলাইট এবং রেডিও সিগন্যাল ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সঙ্গেই আবার পৃথিবীর পাওয়ার গ্রিডগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। গত 2 ফেব্রুয়ারি সূর্য থেকে যে প্লাজ়মাটি বেরিয়ে এসেছিল, তা পৃথিবীকে তাক করেনি। তবে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন, এই প্লাজ়মা আলাদা হলে কী হতে পারে এবং তা পৃথিবীর উপর কী প্রভাব ফেলতে পারে।