প্লেস্টেশনে ফোরে খেলা যাবে ৯টি নতুন গেম, তাও আবার ফ্রিতে, দেখুন তালিকা
এইসব গেমের মধ্যে বেশ কিছু গেম প্লেস্টেশন ৫ বা পিএস ৫- এও ফ্রিতে খেলা যাবে।
প্লেস্টেশনে ৪- এ ফ্রিতে খেলার জন্য ৯টি গেমের তালিকা প্রকাশ করেছে সোনি। জানা গিয়েছে, পিএস ৪- এর প্লেস্টেশন স্টোরেই পাওয়া যাবে এই নয়টি গেম। মার্চ মাসের শুরুর দিকে ‘প্লে অ্যাট হোম’ প্রকল্প চালু করেছিলেন সোনি কর্তৃপক্ষ। সেই প্রকল্পেরই আওতায় এই ৯টি ফ্রিম গেম এনেছে সোনি। সোনির ‘প্লে অ্যাট হোম’ চালু হয়েছিল Ratchet & Clank- গেমের ফ্রি কপি দিয়ে। এবার সেই তালিকাতেই জুড়েছে আরও নয়টি গেমের নাম।
১। Abzu
২। Enter the Gungeon
৩। Rez Infinite
৪। Subnautica
৫। The Witness
৬। Astro Bot Rescue Mission
৭। Moss
৮। Thumper
৯। Paper Beast
এইসব গেমের মধ্যে বেশ কিছু গেম প্লেস্টেশন ৫ বা পিএস ৫- এও ফ্রিতে খেলা যাবে। Abzu, Enter the Gungeon, Rez Infinite, Subnautica, Astro Bot Rescue Mission, Moss, Paper Beast— এই গেমগুলো খেলা যাবে পিএস ৫ বা প্লেস্টেশন ফাইভে। এছাড়া প্লেস্টেশনে ভিআর- এও খেলা যাবে Paper Beat, Thumper, Moss and Astro Bot Rescue Mission— এই চারটি গেম।