Viral Video: বাপরে বাপ, কী কাজের চাপ! বাড়ি ফেরার পথেও বাইকের পিছনে বসে ল্যাপটপে মগ্ন মহিলা
Viral Video Today: বাইক ক্যাব ভাড়া করে অফিসে যাচ্ছিলেন ওই মহিলা। তাঁর পিঠে ছিল একটি ব্যাকপ্যাক। যে বাইকটিতে চড়ে তিনি গন্তব্যে যাচ্ছিলেন, সেটি ছিল একটি রয়্যাল এনফিল্ড। মহিলাকে দেখা গেল ব্যাগ থেকে ল্যাপটপ বের করে তাতে টাইপ করা শুরু করে দিলেন। কাজ যে শুরু করলেন তাই নয়, খানিকক্ষণের মধ্যে মগ্নও হয়ে গেলেন কাজে।
কর্পোরেট সংস্থায় চাকরির চাপ যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ পাওয়া গেল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। কাজের চাপ এতটাই হয় যে, অফিসের কাজ নিয়ে আসতে হয় বাড়িতেও। কিন্তু এই ভিডিয়োতে দেখা গেল আর এক কাণ্ড। বাইকে চড়ে অফিস যাওয়ার পথেও এক মহিলাকে দেখা গেল ল্যাপটপ খুলে কাজ করতে। আর সেই কাণ্ড দেখার পরে নেটিজ়েনরা হতবাক।
খুব সম্ভবত বাইক ক্যাব ভাড়া করে অফিসে যাচ্ছিলেন ওই মহিলা। তাঁর পিঠে ছিল একটি ব্যাকপ্যাক। যে বাইকটিতে চড়ে তিনি গন্তব্যে যাচ্ছিলেন, সেটি ছিল একটি রয়্যাল এনফিল্ড। মহিলাকে দেখা গেল ব্যাগ থেকে ল্যাপটপ বের করে তাতে টাইপ করা শুরু করে দিলেন। কাজ যে শুরু করলেন তাই নয়, খানিকক্ষণের মধ্যে মগ্নও হয়ে গেলেন কাজে।
সেই সময়ই রাস্তা দিয়ে যাচ্ছিল আর একটি বাইক থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। প্রথমে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল রেডিটে। পরবর্তীতে তা ভাইরাল হয় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও। নেটিজ়েনরা ভিডিয়োটি দেখার পরে মজাদার কিছু মন্তব্যও করেন।
তবে এই প্রথম বার নয়। চলতি বছরের মে মাসেই কর্ণাটকের রাজধানী থেকে অনুরূপ একটি ছবি দেখা গিয়েছিল। সেখানেও এক মহিলা বাইকে করে বাড়ি ফেরার পথে ল্যাপটপে কাজ করছিলেন। সে সময় জানা গিয়েছিল, মহিলা কোরামাঙ্গলা-আগারা-আউটার রিং রোডে বাইকে যাচ্ছিলেন। সেই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছিল।