Viral Video: স্কুটির সামনে জোর ধাক্কা গাড়ির, ছিটকে পড়ে ড্রেনে ঢুকে গেলেন যুবতি… তারপর?
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, "স্কুটার চালক বা গাড়ি, কাররই কোনও ভুল ছিল বলে মনে হচ্ছে না। ভিডিয়ো দেখে মনে হচ্ছে, কেউই জানত না সেখানে গাড়ি আসছে।"
Viral Video Today: রাস্তায় গাড়ি দুর্ঘটনার অনের ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। এমনিতেও রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। আপনারহ সামান্য ভুল অন্য কারও প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও ভিডিয়ো বানানোর জন্য অনেকেই বিভিন্নরকম স্টান্ট করেন। তবে এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা কোনও স্টান্ট নয়। একটি গাড়ি স্কুটিকে এমনভাবে ধাক্কা দেয়, যে স্কুটির চালক ছিটকে গিয়ে পড়েন। তারপরে সেই চালকের সঙ্গে এমন কিছু হয়, যা দেখলে আপনি চমকে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুটিতে আরোহী ওই মহিলা গাড়ির ডান দিক থেকে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় পাশ থেকে আসা একটি গাড়ি স্কুটিকে ধাক্কা দেয়। গাড়ি এবং স্কুটি উভয়েরই স্পিড বেশি ছিল। উভয়েরই ধারণা ছিল না যে, গাড়িটি ওপাশ থেকে আসছে। গাড়িটি ঠিকভাবেই আসছিল। কিন্তু স্কুটিতে থেকে মহিলাটি সিগনাল না দেখায় এমন একটি দুর্ঘটনা ঘটে যায়। গাড়ির ধাক্কার সঙ্গে সঙ্গে ওই মহিলা স্কুটি থেকে পড়ে গিয়ে উল্টে গিয়ে সোজা নর্দমায় পড়ে যান। আশেপাশের লোকজন তাকে পড়ে যেতে দেখে দ্রুত সাহায্যের জন্য দৌড়ে আসে এবং তারপর তাকে নর্দমা থেকে বের করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ওই মহিলাকে নর্দমা থেকে বের করা হয়।
— Idiots Caught In Camera (@idiotsInCamera) August 7, 2023
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “স্কুটার চালক বা গাড়ি, কাররই কোনও ভুল ছিল বলে মনে হচ্ছে না। ভিডিয়ো দেখে মনে হচ্ছে, কেউই জানত না সেখানে গাড়ি আসছে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “রাস্তায় গাড়ি চালানোর সময় সব দিকে নজর রাখা প্রয়োজন। নাহলে এই ধরনের বিপদ ঘটবেই।”