Viral Video: এক চাকার বাইক, তা নিয়ে আবার স্টান্ট, শেষে চালকের যা অবস্থা হল, দেখুন একবার
Viral Video Today: সম্প্রতি এক ব্যক্তি একটা ভয়ঙ্কর স্টান্ট দেখানোর চেষ্টা করেছেন! তাঁর বাইকটা ছিল বড়ই অদ্ভুত, সামনের চাকা (Wheel) ছিল না সেই বাইকের। তা নিয়েই তিনি স্টান্ট দেখালেন। তারপর যা হল, তা সত্যিই দেখার মতো।
Latest Viral Video: প্রায়শই আমাদের নজরে এমন বাইক রাইডাররা আসেন, যাঁদের বিপজ্জনক স্টান্ট দেখে আমরা হতবাক হয়ে যাই। হুইলি, ফ্রিস্টাইল বা সে যেরকম স্টান্টই হোক না কেন, বাইক স্টান্ট (Bike Stunt) মানে আলাদা একটা উন্মাদনা থেকেই যায়। তবে তা আপনার জন্য উন্মাদনা হলেও, যিনি সেই স্টান্ট দেখাচ্ছেন তাঁর জন্য অবশ্যই বিপজ্জনক। সম্প্রতি এক ব্যক্তি সেরকমই একটা ভয়ঙ্কর স্টান্ট দেখানোর চেষ্টা করেছেন! তাঁর বাইকটা ছিল বড়ই অদ্ভুত, সামনের চাকা (Wheel) ছিল না সেই বাইকের। তা নিয়েই তিনি স্টান্ট দেখালেন। তারপর যা হল, তা সত্যিই দেখার মতো।
বিপজ্জনক সেই স্টান্ট ভিডিয়ো ইন্টারনেটে ঝড় তুলেছে! সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে চালককে দেখা গিয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি স্টান্ট দেখাতে। সেই বাইকের আবার সামনের চাকাটাই ছিল না। এক চাকার বাইকটি নিয়েই তিনি কেতবাজি দেখানোর চেষ্টা করছিলেন! তারপরই সামান্যর জন্য দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারলেন। বাইকের সামনের দিকটা তিনি তুলে চালাচ্ছিলেন আর পিছনের দিকের চাকায় এগিয়ে চলেছিলেন। হঠাৎই ভারসাম্য হারিয়ে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়লেন তিনি। ব্যস! তারপর আর দেখে কে!
View this post on Instagram
এখনও পর্যন্ত ভিডিয়োটির ভিউ ইনস্টাগ্রামে প্রায় 2.1 মিলিয়নেরও বেশি ছাপিয়ে গিয়েছে। সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়ো নিয়ে। একজন লিখেছেন, “এই সব মানুষজনের জন্য আমার কখনই দুঃখ হয় না।” আর একজন বলছেন, “ব্রো ভুলে গিয়েছিলেন যে, তাঁর বাইকের সামনে কোনও টায়ারই ছিল না।” তৃতীয় এক ব্যবহারকারীর বক্তব্য, “সে ভুলে গিয়েছিল যে, বাড়িতে কেউ অপেক্ষা করে আছেন।” চতুর্থজন যোগ করলেন, “এর শেষ কখনই ভাল হতে পারে না।”
কয়েক দিন আগেই মুম্বইয়ের আর এক ব্যক্তিকে দেখা গিয়েছিল, বাইকে দুই মহিলাকে বসিয়ে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে। সে সময় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছিল, ওই চালক হুইলি পারফর্ম করছিলেন। তাঁর বাইকের সামনে এক মহিলা বসেছিলেন এবং পিছনে আর একজন। সামনের চাকাটিকে তিনি মাটি থেকে কয়েক মিটার উপরে তুলেই চালাচ্ছিলেন বাইকটি।