Viral Video: গ্রেফতারি এড়াতে পা ধরে সাপের মতো অভিনয়! মদ্যপের ভয়ে পালিয়ে গেল খোদ পুলিশ
Viral Video Today: একটা মজাদার ঘটনা দেখার পর নেটপাড়ার লোকজনের হাসতে-হাসতে পেটে খিল ধরে গিয়েছে! পুলিশ যাতে তাঁকে গ্রেফতার না করে, তার জন্য ফন্দিফিকিরের সন্ধানকারী এক ব্যক্তি সটান শুয়ে পড়লেন। তারপর তিনি যে কাণ্ডটা ঘটালেন, তা সত্যিই দেখার মতো।
Latest Viral Video: আজকের সোশ্যাল মিডিয়া নানাবিধ মজাদার ভিডিয়োতে পরিপূর্ণ। এখন ইন্টারনেট অন করলেই আপনার নজরে এমনই কিছু ভিডিয়ো আসবে, যা আপনি আগে কখনও দেখেননি। আর তা দেখার পর আপনার ভ্রুকুঞ্চিত হতে বাধ্য। আবার এমনও কিছু ভিডিয়ো আপনি এখানে দেখতে পাবেন, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না। সেরকমই একটা মজাদার ঘটনা দেখার পর নেটপাড়ার লোকজনের হাসতে-হাসতে পেটে খিল ধরে গিয়েছে! পুলিশ যাতে তাঁকে গ্রেফতার না করে, তার জন্য ফন্দিফিকিরের সন্ধানকারী এক ব্যক্তি সটান শুয়ে পড়লেন। তারপর তিনি যে কাণ্ডটা ঘটালেন, তা সত্যিই দেখার মতো।
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু আপনার চোখের পলক পড়তে দেবে না। রাত্রিবেলার ঘটনা। পুলিশ কন্ট্রোল রুমের একটি গাড়িকে ঘোরাফেরা করতে দেখা গেল। গাড়ির অনতিদূরে একটি বাইকও রয়েছে, যেখানে বসে আছেন এক পুলিশকর্মী। ঠিক সেই সময়েই সাপের মতো শুয়ে শুয়ে হামাগুড়ি দিতে-দিতে এক ব্যক্তি পৌঁছে গেলেন এক্কেবারে পুলিশের পদতলে। তারপর তাঁর পা ধরে টানার চেষ্টা করতে থাকলেন। ওই ব্যক্তি যা করছিলেন তা থেকে পরিষ্কার সে সময় তিনি আকণ্ঠ মদ্যপান করেছিলেন।
View this post on Instagram
ব্যাপারটা তখনও বুঝতে পারেননি ওই পুলিশ অফিসার। পায়ের কাছে একটু সুড়সুড়ি লাগতেই তিনি যেই নিচে তাকালেন, ভয়ে থতমত খেয়ে গেলেন! ভাবলেন, সত্যিই হয়তো বড় কোনও সাপ। তারপর নিজের বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মাটিতে পড়ে যান ওই পুলিশকর্মী। এদিকে সেই ছেলেও নাছোড়বান্দা। পুলিশে পা যেন সে কিছুতেই ছাড়তে চাইছে না। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ওই পুলিশকর্মী সোজা ছুটে যান কন্ট্রোল কারের দিকে। গাড়ির পিছনের দরজাটিও খুলে দেন তিনি।
সে সময় রাস্তায় অনেক মানুষই জড়ো হয়ে গিয়েছিলেন। হাঁ হয়ে সকলেই ওই ব্যক্তির কাণ্ড-কারখানা দেখছিলেন আর খিলখিল করে হাসছিলেন! যদিও শেষ পর্যন্ত জানা যায়নি যে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল কি না। ইনস্টাগ্রামে Funny_Sandip নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এ আবার কোন সাপ!” চার দিন আগে শেয়ার করা এই ভিডিয়ো লাইক করেছেন অনেকে। কমেন্টও করেছেন বহু ইউজার।