Viral Video: দুর্গন্ধের কারণ খুঁজতে ঘেরাটোপের ভিতরে গিয়েছিলেন, বয়স্ক পার্ক মালিককে মুখে করে টেনে নিয়ে গেল সিংহ, তারপর…
Latest Viral Video: একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, পার্কের মালিককে (Park Owner) মুখে করে টানতে টানতে নিয়ে গেল একটা সিংহ (Lion)। সেই মালিকের যথেষ্ট বয়স হয়েছে। সিংহের ঘেরাটোপে ঢুকে পড়েছিলেন তিনি। তারপর যা হল, তা সত্যিই দেখার মতো।
Viral Video Today: একথা অস্বীকার করার উপায় নেই যে, সিংহ বনের হিংস্র প্রাণীগুলির একটি। তাদের আক্রমণ থেকে বেঁচে থাকা সত্যিই দুষ্কর। এটা বলা হয় যে, একটা সিংহ আক্রমণ করলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 25%। সিংহের খপ্পরে পড়লে মানুষ লড়াই করার ক্ষমতাই হারিয়ে ফেলে। এতটাই ভয় সে পেয়ে যায় যে, সামান্য মনোবলটুকুও বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়। সেরকমই একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, পার্কের মালিককে (Park Owner) মুখে করে টানতে টানতে নিয়ে গেল একটা সিংহ (Lion)। সেই মালিকের যথেষ্ট বয়স হয়েছে। সিংহের ঘেরাটোপে ঢুকে পড়েছিলেন তিনি। তারপর যা হল, তা সত্যিই দেখার মতো।
মাইক হজ সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন, যাঁরা 2018 সালে দক্ষিণ আফ্রিকায় একটি ভয়ঙ্কর সিংহের আক্রমণের গল্প বলার জন্য বেঁচে ছিলেন! এখন মাইকের বয়স 67 বছর। ষাটোর্ধ্ব এই ব্রিটিশ ব্যক্তি এখন থাবাজিম্বির মাকারেলে প্রিডেটর সেন্টারের মালিক। দিনের বেলায় তিনি তাঁর পার্কের একটি সিংহের ঘেরাটোপে ঢুকেছিলেন। সেখানেই প্রাপ্তবয়স্ক একটি পুরুষ সিংহ তাঁকে আক্রমণ করে। ঘটনাটি যাঁরা চাক্ষুষ করছিলেন, সেই প্রত্যক্ষদর্শীদের চিৎকারই প্রমাণ করে দিয়েছে কতটা ভয়ঙ্কর ছিল বিষয়টা।
ভিডিয়োতে এই বৃদ্ধকে ধীরে ধীরে সিংহের এলাকায় তার কাছে আসতে দেখা যায়। হঠাৎ, সিংহটি ঘুরে দাঁড়ায় এবং গেট থেকে তাঁকে মুখে করে টেনে নিয়ে দৌড় দেয়। ছোট্ট একটা ক্লিপ। কিন্তু একটা মানুষের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে নিয়ে যাওয়ার জন্য তা যথেষ্ট। কোনও ক্রমে হজ সেই সিংহের হামলা থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন। তবে তিনি ঘাড় এবং চোয়ালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মাটিতে কিছুক্ষণ শুইয়ে রাখা হয়। হাসপাতালে বেশ কিছুদিন কাটানোর পরেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শরীরের একাধিক জায়গায় আঘাত থাকা সত্ত্বেও তাঁর হাসির ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে!
Terrifying moment lion savagely attacks British park owner pic.twitter.com/s3sPHjAwyx
— Terrifying Nature (@TerrifyingNatur) April 28, 2023
জানা গিয়েছে, হজ ঘেরাটোপে গিয়েছিলেন সেখানে যথেষ্ট দুর্ঘন্ধ বেরোচ্ছিল এবং তা ওই সিংহটিকে বড্ড বিরক্ত করছিল। বিষয়টি জানার পরেই হজ ওই সিংহের ঘেরাটোপে গিয়েছিলেন। কিন্তু তা যেন তাঁর জীবনে এক ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছিল।
আক্রমণের পরেই সিংহটিকে তার ঘেরাটোপে বন্ধ করে রাখা হয়েছিল। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দর্শকমহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।