Viral Video: কাঁঠাল চুরি করতে এসেছিলেন, পা পেঁচিয়ে ধরল পাহারাদার সাপ, ভয়ে কাঁপতে কাঁপতে চোরের সে কী অবস্থা…
Viral Video Today: কাঁঠাল পাড়তে গাছের একবারে মগডালে উঠে পড়েছিলেন ব্যক্তি। বিরাট একটি কাঁঠাল দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন। কাঁঠালটা পাড়তে যাবেন, হঠাৎই তাঁর পা দুটো পেঁচিয়ে ধরল একটি বিরাট সাপ। ব্যস! তারপর আর দেখে কে!
Latest Viral Video: জেনে শুনে পায়ে কুড়ুল মারতে কে চায় বলুন তো! বাড়ির কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক বেপরোয়া পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর সেই সব কাজ করতে গিয়েই আমাদের নজরে আসে অনেক কিছুই। সেরকম ভাবেই কেউ তাঁর ঘরের এক কোণে পিঁপড়ের বাসা দেখতে পান, কেউ আবার বাড়ির চালে সাপ দেখতে পান। সেরকমই এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাল নেটপাড়া। কাঁঠাল পাড়তে গাছের একবারে মগডালে উঠে পড়েছিলেন ব্যক্তি। বিরাট একটি কাঁঠাল দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন। কাঁঠালটা পাড়তে যাবেন, হঠাৎই তাঁর পা দুটো পেঁচিয়ে ধরল একটি বিরাট সাপ। ব্যস! তারপর আর দেখে কে!
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 1 লাখ 60 হাজারেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। ওই গাছটি কাঁঠালে ভরপুর, প্রায় প্রত্যেকটা ডালেই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। এখন সেই কাঁঠালগুলো তো এক এক করে পাড়তে হবে। তা না হলে সেগুলো তো গাঠ থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে।
View this post on Instagram
সেই কাঁঠালই পাড়তে গাঠে উঠেছিলেন ব্যক্তি। কিন্তু কাঁঠালের পাহারায় যে বিরাট সাপ থাকতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। কাঁঠালটা সবে মাত্র হাতে ধরেছিলেন পাড়বেন বলে। পায়ের উপর দিয়ে যেন কী একটা চলে গেল, খেয়াল করলেন তিনি। উপর থেকে সামান্য নিচে তাকাতেই দেখতে পেলেন, তাঁর পায়ের কাছে রয়েছে একটি বিরাট সাপ। ব্যক্তির হাতে একটি ভাঙা কাঁঠালও দেখা গিয়েছে। সাপটি যখন তাঁর পা ধরেছিল, ততক্ষণে তিনি একটি কাঁঠাল ছিঁড়ে ফেলতে পেরেছিলেন। সাপটিকে দেখতে পেয়েই সেই কাঁঠালটি ফেলে দিলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন। ব্যক্তির পায়ের কাছেও অনেক কাঁঠাল দেখা গিয়েছে।
এই ভিডিয়ো দেখে যে কারও ভয় ধরবে ঠিকই। তবে অনেকেই ভিডিয়োটি দেখার পরে নিজেদের হাসি থামাতে পারছিলেন না। কমেন্ট বক্সই প্রমাণ করে দিয়েছে মানুষজন এই ভিডিয়ো দেখার পর কী মজাটাই না পেয়েছেন! কেউ বলেছেন, কাঁঠাল চুরি করার শাস্তি। কেউ আবার বলেছেন, নাগরাজকে ভয় না পেয়ে প্রমাণ করুন।