কাশ্মিরী একজন মানুষের গান মন দিয়েছে শালিক: দেখুন ভিডিও
পাহাড়-আকাশ-মেঘ আর শালিক পাখি এমন কম্বিনেশনে বাজছে এমন এক গান।
কাশ্মীরের এক মানুষ। গরম জামা গায়ে। তাঁর পিছনে দেখা যাচ্ছে পাহাড়-মেঘ মেশানো উপত্যকার ঐশ্বরিক শোভা। গাড়ির বনেটের উপরে বসে এক শালিক পাখি। মানুষটি এক দৃষ্টিতে পাখিটির দিকে তাকিয়ে গান গেয়ে চলেছেন। কাশ্মিরি পল্লীগীতি। সুমধুর সে সঙ্গীত। পাখিটিও চুপচাপ মন দিয়ে শুনছে সেই গান। উড়ে যাওয়ার কোনও ইচ্ছেই যেন নেই তার। ‘স্বস্তিক মস্তান’ নামক এক ইনস্টা প্রোফাইল থেকে পোস্ট হয়েছে এমন এক ভিডিওতে ক্যাপশানে ইংরেজি ভাষায় লেখা গানের অর্থ।
View this post on Instagram
পাহাড়-আকাশ-মেঘ আর শালিক পাখি এমন কম্বিনেশনে বাজছে এমন এক গান। সত্যিই সুরের কোনও ভাষা নেই। সুরের আমেজে ভেসেছে শুধু মানুষটি নয়। শালিক পাখিটিও বুঝেছে সুরের অনুভূতিগুলো। কমেন্ট সেকশনে এমনই কত কমেন্ট জমা পড়ছে। কেউ লিখছেন “যতবারই শুনি না কেন মনন ভরছে না”। কেউ লিখছে, “একেই বলে শান্তি”। আবার কেউ লিখছেন, “এটাই শিল্পীর সত্যতা। যা আত্মাকে সংজ্ঞায়িত করে! প্রকৃতিতে একজন সত্যিকারের শ্রোতাকে সন্ধান করেছে। এ এক অপরূপ মহিমা, আমার বন্ধু! খুব ভাল হয়েছে!”