রেস্তোরাঁ বাঁচাতে দিনভর গামলায় শুয়ে কাটালেন যুবক, ভাইরাল ভিডিয়ো

হান্টার রে বার্কার, পেশায় স্টান্টম্যান। প্রিয় রেস্তোরাঁকে বাঁচাতে ২৪ঘণ্টা কাটালেন একটি 'বিন ডিপ' ভর্তি গামলাতে।

রেস্তোরাঁ বাঁচাতে দিনভর গামলায় শুয়ে কাটালেন যুবক, ভাইরাল ভিডিয়ো
হান্টার রে বার্কার
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 8:19 PM

করোনা পরিস্থিতিতে প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন এসেছে। নানা ওঠা পড়ার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষত ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন মহা বিপাকে। সবথেকে বেশী মার খেয়েছে ‘ফুড ইন্ডাস্ট্রি’। ছোট বড় রেস্তোরাঁতে মানুষের আনাগোনা কমেছে। শত প্রতিকূলতার মধ্যেও সাধ্য অনুযায়ী নিজেদের ব্যবসা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। তবে ক্যালিফোর্ণিয়ার লস এঞ্জেলসয়ে যা ঘটল তা অভাবনীয়।

হান্টার রে বার্কার একজন স্টান্টম্যান, সারাদিন অর্থাৎ পুরো ২৪ ঘণ্টা কাটালেন একটি ‘বিন ডিপ’ টাবে বসে। শুধুমাত্র নিজের প্রিয় মেক্সিকান রেস্তোরাঁর বন্ধ হওয়া আটকাতে এই অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন তিনি। তাঁর মতে স্থানীয় ব্যবসাগুলিকে বাঁচিয়ে রাখার সুবর্ণ সুযোগ কখনও হাতছাড়া করা উচিৎ নয়।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, যখন আপনার প্রিয় মেক্সিকান রেস্তোরাঁ প্রবল ভাবে প্রতিকূলতা কাটিয়ে ওঠার চেষ্টা করে, তা বাঁচাতে কেউ আর কী বা করতে পারে। ২৪ঘণ্টা ‘বিন ডিপে’ বসে এইভাবে কাস্টমারদের আকর্ষণ করতে পারে।

আরও পড়ুন:হাঁটু মুড়ে বসে যুবককে প্রোপোজ! লাহোর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ভিডিয়ো ভাইরাল

ময়দা, বিনস্ দিয়ে পরিপূর্ণ ছিল গামলাটি। মলমূত্র ত্যাগের জন্য একটি ফানেলও যোগ করা হয়। হান্টার প্রসঙ্গত বলেন,”আমার ব্যক্তিগত ভাবে মনে হয় স্থানীয় ছোট ব্যবসাগুলি আমাদের দেশের মেরুদণ্ড। তাই তাদের সহায়তা করা আমাদেরই কর্তব্য।”

আরও পড়ুন:ওপারার শো-এ মেগানের পোশাকের দাম নাকি গাড়ির দামের সমান!

ভিডিয়োটি টুইটারে পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল। কয়েক ঘণ্টার মধ্যেই ৫৩৫ হাজারেরও বেশী ভিউয়ার্সের সংখ্যা পেরিয়ে গেছে। এসেছে প্রচুর সংখ্যক লাইকও। দর্শকদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশংসায় ভরিয়েছে কমেন্ট বক্স।