Viral Video: মাঝ রাস্তায় মারপিট! সবাই ভাবল চাবুক, পুলিশ আসতেই ব্যক্তির হাত থেকে বেরিয়ে এল বিরাট একটা সাপ…
Viral Video Today: এরকম মারামারির দৃশ্য আপনি সম্ভবত আগে কখনও দেখেননি। সাধারণত, মারপিটের সময় লোকজনকে একে অপরকে লাথি মারেন, ঘুষি মারেন, মারেন কিল-চড়-থাপ্পড়! কেউ কেউ আবার অস্ত্র নিয়ে একে অপরের দিকে মারতে উদ্যত হয়। কিন্তু তা বলে মারার অস্ত্র কখনও সাপ হতে পারে?
Latest Viral Video: চাবুক দেখেননি এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া কঠিন। এমন অনেকে আছেন, যাঁরা ছোটবেলায় স্কুল বা প্রাইভেট টিউশনে চাবুকের বাড়িও খেয়েছেন। ছোটবেলায় অনেকে আবার খেলার ছলে চাবুকের ব্যবহার করেছেন। কেউ দড়ি ব্যবহার করেছেন, কেউ আবার সরু পাইপকেও চাবুক হিসেবেও কাজে লাগিয়েছেন। কিন্তু তা বলে কি কখনও কাউকে চাবুক হিসেবে সাপ ব্যবহার করতে দেখেছেন? অনেকের হয়তো ভাবতেই অবাক লাগতে পারে, দেখা তো দূরস্ত। কারণ, সাপের যে আবার কামড়ের ভয় আছে। সেটা যিনি ধরবেন, চাবুক হিসেবে ব্যবহার করার আগে ভয়েই কাতরাতে থাকবেন তিনি। এবার কিন্তু তেমনই এক কাণ্ড দেখা গেল। ব্যস্ত রাস্তার এক্কেবারে মাঝখানে দেখা গেল, একটা সাপকে (Snake) চাবুক হিসেবে ব্যবহার করে এক ব্যক্তি অপর একজনকে মারছেন। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @crazyclipsonly নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রাস্তার মাঝে মারামারি করছে দুই যুবক। কিন্তু এরকম মারামারির দৃশ্য আপনি সম্ভবত আগে কখনও দেখেননি। সাধারণত, মারপিটের সময় লোকজনকে একে অপরকে লাথি মারেন, ঘুষি মারেন, মারেন কিল-চড়-থাপ্পড়! কেউ কেউ আবার অস্ত্র নিয়ে একে অপরের দিকে মারতে উদ্যত হয়। অস্ত্র সে হরেক কিসিমের। বেসবল ব্যাট থেকে শুরু করে উইকেট, বাদ যায় না কিছুই। কিন্তু তা বলে মারার অস্ত্র কখনও সাপ হতে পারে? এই সোশ্যাল মিডিয়া তো সেই জিনিসটাই দেখিয়ে দিল।
Dude uses his pet snake as a weapon during street fight in Toronto ? pic.twitter.com/T2lLKaLe4E
— Crazy Clips (@crazyclipsonly) May 13, 2023
এই মারপিটের ভিডিয়ো যেন সবকিছু ছাপিয়ে গেল। ভিডিয়োটি কানাডার টরন্টো শহরের। হঠাৎই রাস্তায় দুই জনের মধ্যে মারামারি শুরু হয়। তাদের একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং অপরজনকে দড়ির মতো কিছু একটা দিয়ে মারতে দেখা যায়। কিন্তু ক্যামেরা একটু জ়ুম করতেই বোঝা গেল, এটি আসলে কোনও দড়ি নয়, সাপ। যে ব্যক্তি মারছিলেন, তাঁরই পোষ্য সাপ ছিল এটি। বেশ কিছুক্ষণ ধরে ওই দুজনের মধ্যে লড়াই চলে। তারপর সেখানে পুলিশের আসে। পুলিশ এসে দুজনকেই মাটিতে শুয়ে পড়তে বলেন। সেই সময়ই সাপটিকেও মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
এক কোটিরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। অনেকেই ভিডিয়োতে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বলেছেন, “একটা পশুর প্রতি এমন নিষ্ঠুরতার জন্য এই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত।” আর একজন যোগ করলেন, “পশুদের উপর কখনও এমন অত্যাচার করা উচিত নয়। আমার তো মনে হয়, সাপটা মনে গিয়েছে।”