Optical Illusion: 30 সেকেন্ড বিন্দুটার দিকে তাকিয়ে থাকুন, চোখ বন্ধ করলেই নজরে আসবে বার্বির বিশেষ চরিত্র
Barbie Movie Optical Illusion: এই চরিত্রের কপালের ঠিক মাঝখানে রয়েছে একটি বিন্দু। আপনাকে যা করতে হবে, তা হল ওই বিন্দুটার দিকে মাত্র 30 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। তারপর আপনি যদি চোখ বন্ধও করে রাখেন, তাহলেও দেখতে পাবেন এই চরিত্রের মুখ।
Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হচ্ছে। সেই ছবিটি মানুষজনের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আর সেই অপটিক্যাল ইলিউশন আবার ‘বার্বি’ মুভি থেকে অনুপ্রাণিত। এক ব্যক্তি ‘বার্বি’ সিনেমাটি এতটাই পছন্দ করেছিলেন যে, প্রিয় চরিত্রের একটি অপটিক্যাল ইলিউশনই বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কী বিশেষত্ব রয়েছে এই অপটিক্যাল ইলিউশনের। আসলে, ছবিটার দিকে আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আপনি চোখ বন্ধ করে থাকলেও সেই একই ছবিই দেখতে পাবেন। বিশ্বাস হচ্ছে না, তাহলে ছবিটা খুব ভাল করে একবার দেখুন।
এই চরিত্রের কপালের ঠিক মাঝখানে রয়েছে একটি বিন্দু। আপনাকে যা করতে হবে, তা হল ওই বিন্দুটার দিকে মাত্র 30 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। তারপর আপনি যদি চোখ বন্ধও করে রাখেন, তাহলেও দেখতে পাবেন এই চরিত্রের মুখ। নিজে একবার চেষ্টা করে দেখলেন নাকি? নাকি অপেক্ষা করে বসে রয়েছেন, বাকিরা এই অপটিক্যাল ইলিউশন দেখার পরে কী বলছেন তার উপরে। নেটিজ়েনদের একটা বড় অংশ দাবি করেছেন যে, তাঁরা চোখ বন্ধ করে রাখার পরেও এই চরিত্রের ছবিটি দেখতে পেয়েছেন।
View this post on Instagram
তাক লাগানোর মতো এই অপটিক্যাল ইলিউশনটি তৈরি করেছেন ঋষি নামের এক আর্টিস্ট, যাঁর ইনস্টা প্রোফাইলের নাম @rishi.draws। গত 4 অগস্ট এই ইলিউশনটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটি ভিডিয়ো আকারে ইলিউশনটি পোস্ট করেছে তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বার্বি সিবনেমার অভাবনীয় অপটিক্যাল ইলিউশন’। তিনি ওই পোস্টে প্রশ্নও করে বলছেন, ‘আপনার প্রিয় চরিত্র কোনটি?’ এখনও পর্যন্ত এই ভিডিয়োতে 6 লাখ 68 হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। বিপুল সংখ্যক মানুষ কমেন্ট করেছেন এই ভিডিয়োতে।
তবে অনেকে যেখানে চোখ বন্ধ করে বার্বির প্রিয় চরিত্রটি দেখতে পেয়েছেন। অনেকে আবার সেই চরিত্রটিকেই চোখ বন্ধ করে খুঁজতে গিয়ে বেজায় ধন্দে পড়েছেন। একজন লিখছেন, ‘অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম। ওই চরিত্রকে দেখতেই পেলাম না।’ এবার আপনিই বলুন, অপটিক্যাল ইলিউশনটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে কি চরিত্রটিকে দেখতে পেয়েছেন?