Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: হুট করে পায়ের তলা থেকে মাটি সরে গেল! আপনাআপনি সৃষ্টি হওয়া গর্তে পড়লেন অনেকে

People Falling In Pit: হঠাৎই মাটিতে গর্তের সৃষ্টি হল। ফোনে কথা বলতে থাকা এক ব্যক্তি পড়ে গেলেন তাতে। তাঁকে বাঁচাতে এসে এক এক করে বাকিরাও পড়ে গেলেন। দেখুন ভিডিয়োটা একবার।

Viral Video: হুট করে পায়ের তলা থেকে মাটি সরে গেল! আপনাআপনি সৃষ্টি হওয়া গর্তে পড়লেন অনেকে
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:49 AM

সামান্য অসাবধানতাই যে আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে যায়, তা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু কে আর সে সব মাথায় রাখে! রাস্তা দিয়ে চলার সময় প্রায়শই আমরা কানে ফোন নিয়ে থাকি, অথবা আমাদের নজরে থাকে ফোনে আসা কোনও একটা মেসেজ। এমন পরিস্থিতিতে কত মানুষ যে, দুর্ঘটনার কবলে পড়েছেন, তার ইয়ত্তা নেই! তেমনই এক কাণ্ড ফের ঘটল। যদিও সেখানে খুব একটা সাবধানতা অবলম্বন করেও লাভ হত না। একটি পেট্রল পাম্পের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে এক এক করে প্রতিটা মানুষ মাটি থেকে নীতে পড়ে যাচ্ছেন। ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ফোনে কথা বলছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই যে তার সঙ্গে দুর্ঘটনা ঘটতে চলেছে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময়ই হঠাৎ করে গর্ত হয়ে যায় মাটিতে। আর তিনি সোজা পড়ে যান নীচে। পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা তাঁকে তুলতে এলে, সবাই এক এক করে মাটি থেকে নীচে পড়ে যান।

শেষমেশ দুজন এসে তাঁদের ওই জল থেকে ফের মাটিতে তোলেন। এই ভিডিয়ো দেখে নেটপাড়ার লোকজনের ঘুম উড়ে গিয়েছে। ওই তিন জনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, অনেকেই তা কল্পনা করতে পারেননি। তাই তো কেউ এই ভিডিয়ো দেখে বলছেন, ‘সত্যিই যেন লোকটির পায়ের তলা থেকে মাটি সরে গেল!’

ভিডিয়োর ডিউরেশন মাত্র ১৩ সেকেন্ডের। কিন্তু তা মানুষজনের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। ট্যুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @WWarped নামের একটি অ্যাকাউন্ট থেকে। ১৫ লাখেরও বেশি মানুষ এই ভিডিয়ো দেখেছেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর সাপকে বেমালুম বোকা বানাল বুদ্ধিমান ব্যাঙ! ‘হাল ছেড়ো না বন্ধু’, ভিডিয়ো দেখে মন্তব্য নেটিজেনদের

আরও পড়ুন: সবজি নাকি ফল, আলাদা করতে গিয়ে হিমশিম খেল এই খুদে! মজার ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়

আরও পড়ুন: একরত্তির পিঠে মালিশ করে দিচ্ছে বিড়াল, পোষ্যের ম্যাসাজ করার কায়দায় মুগ্ধ নেটিজ়েনরা