Viral Post: স্যান্ডউইচকে দু’টুকরো করার জন্যও চার্জ ধার্য করল রেস্তোরাঁ কর্তৃপক্ষ, বিল দেখেই চক্ষু চড়কগাছ!
Latest Viral Video: এই পোস্ট দেখতেই হতবাক অধিকাংশ নেটিজ়েন। এখনও পর্যন্ত পোস্টিটতে প্রচুর কমেন্ট ও শেয়ার হয়েছে। অনেকে লাইকও করেছেন। কেউ বলেছেন, "এমন ঘটনা আমি প্রথম শুনলাম। স্যান্ডউইচ তো মানুষ এভাবেই খায়। তার জন্য আবার আলাদা করে চার্জ?"
Viral Post Today: বিশ্বের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁর অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কোথাও খাবার অন্যরকম। আবার কোথাও দাম দেখে নেটিজ়েনদের মাথায় হাত পরে। তারউপর যে কোনও বড় রেস্তোরাঁয় খাবারের দাম তো বেশি হয়ই। কিন্তু এই সব কিছুর মধ্যে এমন একটি রেস্তোরাঁর খাবারের বিল ভাইরাল হয়েছে, যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। একটি ইতালীয় বিলাসবহুল রেস্তোরাঁয় একজন স্যান্ডউইচ খেতে গিয়েছিলেন। তারপরে সেখানে গিয়ে স্যান্ডউইচ মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য আলাদা করে টাকা চাওয়া হয়। তাও আবার তিনি যখন হাতে খাবারের বিল পান, তখন দেখে বোঝেন। তারপরেই সেই বিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। বিলটি ইতালির বিখ্যাত রিসোর্ট ‘লেক কোমো’র। অনেকেই নিশ্চয়ই এর নাম শুনেছেন। অনুষ্কা-বিরাট, রণবীর-দীপিকার মতো সেলিব্রিটিদের বিয়ে এখানে হয়েছে। তাই বলে স্যান্ডউইচ কেটে দেওয়ার জন্য আলাদা করে চার্জ দিতে হবে? এমনই প্রশ্ন তুলছেন নেটিজ়েনরা।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একজন গ্রাহক ইতালির লেক কোমো এলাকার একটি বারে গিয়েছিলেন, যেখানে তিনি কিছু খাবার কিনেছিলেন। কিন্তু বিলে 180 টাকার হিসেব বেশি দেখতে পেয়েছিলেন। কিন্তু বুঝতে পারছিলেন না, এই টাকাটা কী জন্য নেওয়া হয়েছে। প্রথমে গ্রাহক এটাকে সার্ভিস চার্জ মনে করেন। কিন্তু তারপরে সেখানের কর্মচারীদের জিজ্ঞাসা করতে তারা জানান, স্যান্ডউইচটি মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য এই চার্জ নেওয়া হয়েছে।
এই পোস্ট দেখতেই হতবাক অধিকাংশ নেটিজ়েন। এখনও পর্যন্ত পোস্টিটতে প্রচুর কমেন্ট ও শেয়ার হয়েছে। অনেকে লাইকও করেছেন। কেউ বলেছেন, “এমন ঘটনা আমি প্রথম শুনলাম। স্যান্ডউইচ তো মানুষ এভাবেই খায়। তার জন্য আবার আলাদা করে চার্জ?”