Viral Video: রাস্তায় স্বাভাবিক গতিতে চলছিল বাস, গাড়ি, বাইক; হঠাৎ সমুদ্রের জল ভাসিয়ে দিল সব
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্রের ধার বেয়ে চলে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তায় প্রচুর গাড়ি। দেখেই বোঝা যাচ্ছে বেশ ব্যস্ত রাস্তা। বাস, বাইক, গাড়ি সবই চলছে। কিন্তু হঠাৎই সমুদ্রের ঢেউ আসায় এমন কিছু হল, যা আপনি ভাবতেও পারবেন না।
Viral Video Today: সমুদ্র সংলগ্ন এলাকায় প্রায় বেশিরভাগ সময়ই বন্যার আশঙ্কা থাকে। সেই সঙ্গে থাকে প্রবল ঢেউয়ের ধাক্কা। কখনও সমুদ্র খুবই শান্ত, আবার কখনও তা এতটাই উথাল পাথাল হয়ে ওঠে যে, সীমান্তের ওপারে যানবাহন ও লোকজনকেও তা থেকে রেহাই দেয় না। সাধারণত জোয়ারে এই ধরনের দৃশ্য দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্রের ধার বেয়ে চলে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তায় প্রচুর গাড়ি। দেখেই বোঝা যাচ্ছে বেশ ব্যস্ত রাস্তা। বাস, বাইক, গাড়ি সবই চলছে। কিন্তু হঠাৎই সমুদ্রের ঢেউ আসায় এমন কিছু হল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োটি মালদ্বীপের। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাগর সংলগ্ন রাস্তায় প্রচুর গাড়ি চলছে। শুধু গাড়ি ও বাস নয়, অনেক বাইকও চলছে রাস্তায়। রাস্তার পাশের সমুদ্রে উঁচু উঁচু ঢেউ উঠছে। সমস্ত যানবাহন যখন নিজের মত চলছিল, তখন সমুদ্র থেকে বিরাট ঢেউ উঠে রাস্তায় আসে। এই ঢেউয়ের কারণে রাস্তায় হাঁটতে থাকা বহু মানুষ ও বাইক চালক হঠাৎ ছিটকে পড়ে। বাইক, মানুষ সবাই ভেসে যেতে থাকে। এতটা কম সময়ের মধ্যেই এই ঘটনা ঘটেছে যে, রাস্তায় থাকা অনেক মানুষই বুঝে উঠতে পারেননি, তাদের সঙ্গে আসলে কী ঘটেছে। শুধু মানুষ নয়, তাদের যানবাহনও ঢেউয়ের সঙ্গে বয়ে যেতে শুরু করেছে। এই দৃশ্য দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।
maldives ?
— Gurpreet Garry Walia (@GarryWalia_) August 6, 2023
এই ভিডিয়োটি @Levandov_1 নামের একজন ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। ব্যবহারকারী বলেছেন যে, “এটি সিনামালে ব্রিজ, এখানে প্রায়শই এমন হয়। আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মালদ্বীপে এমন ঘটনা খুবই সাধারণ ব্যাপার। জোয়ারের সময় প্রায়ই এমন হয়। আরেক ব্যবহারকারী বলেছেন, “কয়েক দশকের মধ্যে মালদ্বীপ সমুদ্রে ডুবে যাবে।”