Viral Video: শিকারে এসেছিল সিংহীর দল, বোকা বানিয়ে বাড়ি পাঠাল বাঁদররা, মজাদার ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: একটি ব্রিজ, যার উপরের অংশে সিংহীর দল ঘোরাফেরা করছে। তার ঠিক নিচের দিকে রয়েছে বাঁদরের দল। বেশ কিছুক্ষণ ধরে দুই দলের মধ্যে লুকোচুরি খেলা চলার পরে অবশেষে সিংহীরা দেখতে পায় বাঁদরগুলিকে।
Latest Viral Video: সিংহী (Lioness) ও বাঁদরের (Monkeys) দলের লুকোচুরি খেলার একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যা অনেকের কাছেই খুব হাস্যকর। ভিডিয়োতে দেখা গিয়েছে একটি ব্রিজ, যার উপরের অংশে সিংহীর দল ঘোরাফেরা করছে। তার ঠিক নিচের দিকে রয়েছে বাঁদরের দল। বেশ কিছুক্ষণ ধরে দুই দলের মধ্যে লুকোচুরি খেলা চলার পরে অবশেষে সিংহীরা দেখতে পায় বাঁদরগুলিকে। কিন্তু তাদের ধরা যে আরও মুশকিল। বাঁদরদের বুদ্ধির সঙ্গে পেরে ওঠা যে সত্যিই মুশকিলের কাজ।
যতই ওই সিংহের দল ব্রিজের ফাঁক দিয়ে মুখ বের করার চেষ্টা করছে, ততই তা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বাঁদরগুলো। অত্যন্ত কৌশলে বেশ কিছুক্ষণ ধরে তারা সিংহের দলের সঙ্গে এভাবেই লুকোচুরি খেলতে থাকে এবং তাদের চোখে ধুলো দিয়ে বহাল তবিয়তেই ওই ব্রিজে ঘোরাফেরা করতে থাকে। এরকম কিছু সময় ধরে চলতে থাকার পরে সিংহীরা ব্যর্থ চিত্তে ফিরে যেতে বাধ্য হয়। আর যেই না ওই সিংহীরা চলে যায়, সঙ্গে সঙ্গে ব্রিজের উপরে উঠে এসে আবার দাপাদাপি শুরু করে দেয় বাঁদরগুলো।
গত 20 জুন ভিডিয়োটি ইউটিউবে লেটেস্ট সাইটিংস নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল। মাইক বোট নামের এক ফটোগ্রাফার এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। তিনি মালামালা গেম রিজার্ভের একজন গাইড। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 17 লাখের বেশি এবং 2500-রও বেশি লাইক পড়েছে এতে। মজাদার সব কমেন্টও করেছেন ব্যবহারকারীরা।