Viral Video: চিনা শহরের ট্রাফিক জ্যাম, পিঁপড়ের মতো ছন্নছাড়া ভাবে চলছে বাইক-স্কুটার, যেন অঘোষিত যুদ্ধ!
Viral Video Today: চিনের হাইকু শহরের (Haikou City) একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সেখানে রাস্তায় স্কুটার (Scooter) ও সাইকেল এমন ভাবেই চলছে, যা দেখে আপনি মাথা চুলকোতে পারেন। ভাবতে পারেন, ঠিক যেভাবে পিঁপড়ের দল এলোমেলো ভাবে চলাফেরা করে, ঠিক সেইভাবেই চলছে চিনের হাইকু শহরের স্কুটারগুলি।
Latest Viral Video: চিন মানেই যেমন মানুষের মনে একটা বড় অদ্ভুত ছবি উপস্থিত হয়। অদ্ভুত সব খাওয়াদাওয়া, গুগল নেই, নেই ফেসবুক, নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, বাড়ির দুয়োরের মধ্যে দিয়েও মেট্রো চলাফেরা করে, জামাকাপড়ও কেমন যেন- চিন (China) যেন সকলের কাছেই অবাক করা একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে। সম্প্রতি চিনের হাইকু শহরের (Haikou City) একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সেখানে রাস্তায় স্কুটার (Scooter) ও সাইকেল এমন ভাবেই চলছে, যা দেখে আপনি মাথা চুলকোতে পারেন। ভাবতে পারেন, ঠিক যেভাবে পিঁপড়ের দল এলোমেলো ভাবে চলাফেরা করে, ঠিক সেইভাবেই চলছে চিনের হাইকু শহরের স্কুটারগুলি।
ইনস্টাগ্রামে Art Craft Technology Videos নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, রাস্তায় ক্রসিংয়ে চারচাকা গাড়িগুলি থামতেই বাইক ও স্কুটারগুলি চলতে শুরু করল। এমন ভাবেই সেগুলি চলতে থাকল, দেখে মনে হচ্ছিল এখনই যেন স্কুটার ও বাইকগুলি একে অপরকে ধাক্কা মারবে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। তার থেকেও বড় কথা হল, ওই দু-চাকা যানগুলিকে তাড়াতাড়ি রাস্তা পারাপারও করতে হত। কারণ, তারা বেরিয়ে গেলেই তারপরে চারচাকা গাড়িগুলির বেরোনোর পালা ছিল।
View this post on Instagram
অবাক করার মতোই দৃশ্য! এভাবে রাস্তায় যদি দু-চাকা গাড়ি চলাচল করে তাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এলোমেলোভাবে এগিয়েও যেন গাড়িগুলিকে একে অপরকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সেখানেই আসল খটকা লাগার বিষয়। তবে শুধু স্কুটার বা বাইক নয়। সেখানে আবার কিছু সাইকেলও ঠিক ওইভাবেই রাস্তা পারাপার করছিল।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ তা দেখেছেন। কমেন্টও করেছেন অগুনতি মানুষ। একজন লিখেছেন, “ওই স্কুটারগুলির বেশিরভাগই ছিল ইলেকট্রিক।” আর একজন যোগ করে বলছেন, “ভিডিয়োটা দেখার পর আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।” তৃতীয় জন একটু মজা করেই বললেন, “যমরাজ ছুটিতে গেলে লোকে এইভাবেই রাস্তা পার করে।”