Viral Video: রাস্তায় বাইক স্টান্ট করছিলেন যুবক, সামনে চলে এল গাড়ি, কিন্তু যা ঘটল…
Viral Video Today: একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে একটি ছেলে সুপার বাইক নিয়ে রাস্তা দিয়ে খুব স্পিডে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ই এমন কিছু হল, যা দেখে আপনি শিউরে উঠবেন।
Latest Viral Video: বর্তমানে বাইক স্টান্টের ক্রেজ বাড়ছে। যদিও তার একমাত্র কারণ হল সোশ্যাল মিডিয়া। লাইক আর শেয়ারের জন্য মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হচ্ছে না। তার তাতে নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও জন্যও বিপদ ডেকে আনছে কিছ মানুষ। অনেক সময় দেখা যায়, রাস্তায় কেউ একজন নিয়ম মেনে গাড়ি চালালেও, অপর কোনও ব্যক্তির একটি ভুলে বিরাট বিপদ হয়ে যায়। আর সেই সব বিপজ্জনক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে। আর তার সঙ্গে ঘটে চলেছে একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কিন্তু তাতেও কমছে না। বরং দিনের পর দিন এই বিভিন্ন ধরনের বাইক স্টান্ট বেড়েই চলেছে। তেমনই একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে একটি ছেলে সুপার বাইক নিয়ে রাস্তা দিয়ে খুব স্পিডে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ই এমন কিছু হল, যা দেখে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছেলে বাইক নিয়ে স্টান্ট করছে। তাও আবার একটি পাহাড়ি রাস্তায়। যেখানে দুই দিকে খাদ। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি তার সামনে এসে যায়। বাইকের স্পিড এতটাই বেশি ছিল যে, সে তা কন্ট্রোল না করতে পেরে মাটিতে পড়ে যায়। এমনকি বড় কোনও বিপদ হতে পারত।
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘থিসিরমৌরি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এতে অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন পাহাড়ি রাস্তায় কোনও মতেই এভাবে গাড়ি চালোনো উচিত হয়নি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছে, “সৌভাগ্যক্রমে বাইক আরোহী বেঁচে গিয়েছে। নাহলে বিরাট কোনও বিপদ হতে পারত।”