Viral Video: বাড়ির গ্যাস লাইটার আগুনে গরম করে স্ত্রীর চুল কার্লিং করে দিলেন এই ব্যক্তি, ভিডিয়ো হল ভাইরাল
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি @Madan_Chikna হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত 6 হাজারের বেশি ভিউ ও অনেক লাইক পড়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়।
Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। বাজারে অনেক ধরনের হেয়ার স্ট্রেটনার, কার্লার পাওয়া যায়। এমনকি কম দামেও পাওয়া যায়। কিন্তু তাই বলে বাড়িতে এমন উপায় বের করবেন? ভাবছেন তো কী এমন হল? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে এক ব্যক্তিকে তার স্ত্রী-এর চুল কার্ল করে দিচ্ছেন। তাও আবার ঘরোয়া পদ্ধতিতে। এমন আগে কখনও দেখেননি। আগেও এমন একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে এক জামা কাপড়ের ইস্ত্রি দিয়ে চুল সোজা করতে দেখা গিয়েছিল। কিন্তু এবারে যা ঘটল, তা একেবারে অবাক করা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি প্রথমে গ্যাস এভেনে ‘গ্যাস লাইটার’-এর ধাতব অংশটি গরম করছেন। এর পরে তিনি লাইটারের সেদিকটা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীয়ের চুল কার্ল করতে শুরু করে দেন। এরপর চুল থেকে লাইটার আলাদা করলে দেখা যায় মহিলার চুল কুঁচকে গিয়েছে। মনে হচ্ছে মহিলাটি এমন কার্ল ‘পার্লার’ থেকে করে এসেছে। তবে এই পদ্ধতি খুবই ঝুঁকিপূর্ণ। শুধু কিছু টাকা বাঁচানোর জন্য এমন ঝুঁকি না নেওয়াই ভাল। তাই এ ধরনের পদ্ধতি থেকে দূরে থাকুন। এতে শুরু চুলই খারাপ হবে না। বরং আগুনে লাইটারটিতেও আগুন লেগে যেতে পারে।
Showed this reel to my wife and she said yeh toh kuch bhi nahi hai and gave five similar examples how more precisely we used to do this 😲 pic.twitter.com/2h0PaZW4UA
— Godman Chikna (@Madan_Chikna) September 15, 2023
ভিডিয়োটি পোস্ট করার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি @Madan_Chikna হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত 6 হাজারের বেশি ভিউ ও অনেক লাইক পড়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, “প্রান যায় যাক, তবু সাজতেই হবে।” আরও এক ব্যক্তি বলেছেন, “এটা এবার কাঁটা চামচ দিয়েও করা যেতে পারে। কিন্তু মাথায় আর চুল অবশিষ্ঠ থাকবে না।”