Viral Video: 1699 টাকায় মিলছে রিপড জিনস, কিন্তু কোথায় প্যান্ট! এ তো এক ফালি ছেঁড়া কাপড়…
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে 777zone_2 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 2.7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, যখন 70 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
ছেঁড়া জিন্স? তা আবার কী? তার যে একটি নাম আছে। তা হল রিপড জিন্স। এই নামে ডাকাই শ্রেয়। ফ্যাশনে এখন এটাই ট্রেন্ড। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনও বদলায়, কিন্তু ফ্যাশনের এই যুগে অনেক সময় এমন কিছু দেখা যায়, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সম্প্রতি, এমনই এক অদ্ভুত ফ্যাশন ট্রেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য। এক ফালি ছেঁড়া কাপড়ের টুকরো। কিন্তু দাবি করা হচ্ছে সেটাই নাকি জিন্স। সবচেয়ে আশ্চর্যজনক হল এই ছিঁড়ে যাওয়া জিন্সের দাম। কিন্তু ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছেঁড়া জিন্সে শুধু কোমর রয়েছে। বাকি প্যান্টটা কোথায়? ফ্যাশনের জন্য নিচের অংশ পুরোপুরি কেটে ফেলা হয়েছে। মজার ব্যাপার হলো এই ছিঁড়ে যাওয়া জিন্সগুলোও বাজারে বিক্রি হচ্ছে, যার দামও বেশ বেশি। এই রিপড জিন্সের দাম রাখা হয়েছে 1699 টাকা। আর এই দাম দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে 777zone_2 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 2.7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, যখন 70 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটিতে মজার ছলে বিভিন্ন কমেন্ট করছেন ব্যবহারকারীরা। এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “আমি শুধু জানতে চাই এই প্যান্ট কে পড়বে?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এমন রিপড জিন্স আমি এর আগে কখনও দেখিনি।”