Viral Video: দিল্লি মেট্রোয় যুগলের এভাবে জড়িয়ে বসে থাকার ভিডিয়ো ভাইরাল, কারণটা যা ভাবছেন তা নয়
Viral Video Today: টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনব ঠাকুর নামের এক ব্যবহারকারী। ওই মেট্রোতেই তিনি যুগলের সহযাত্রী ছিলেন। তাঁদের পাশে বসে মেট্রো যাত্রায় একটু ইতস্তত বোধ করছিলেন। আর তা থেকেই দিল্লি মেট্রোর ডিসিপি এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করে তিনি লেখেন, "আমার খুব খারাপ লাগছে। দয়া করে আমাকে সাহায্য করুন।"
Latest Viral Video: দিল্লি মেট্রো যেন প্রত্যেকটা দিন একপ্রকার নিয়ম করে শিরোনামে চলে আসছে। সম্ভবত, দেশের এক মাত্র মেট্রো লাইন, যেখানে ঘটনার ঘনঘটার শেষ নেই। এমন সময় খুব কমই আছে, যখন দিল্লি মেট্রো নিয়ে চর্চা হচ্ছে কোনও ভাল কারণে। সাম্প্রতিক অতীতে একাধিক বার দিল্লি মেট্রো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে অপ্রীতিকর কিছু ঘটনার জন্যই। কখনও প্রকাশ্যে চুম্বন, কখনও ব্রা পরে মেট্রো সফর, কখনও আবার বসার জায়গা নিয়ে একে অপরের সঙ্গে মারপিট— এই সব কিছুর জন্যই দিল্লি মেট্রো (Delhi Metro) চর্চায়। এবারও তার থেকে আলাদা তেমন কিছু হল না। তবে সবাই যা ভাবছেন, তা কিন্তু নয়। যুগলকে (Couple) দিল্লি মেট্রোতে একটু ঘনিষ্ঠ অবস্থাতেই বসে থাকতে দেখা গিয়েছিল। তারপর যা ঘটল, তার জন্য ভিডিয়োটা আপনাকে দেখতেই হবে।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনব ঠাকুর নামের এক ব্যবহারকারী। ওই মেট্রোতেই তিনি যুগলের সহযাত্রী ছিলেন। তাঁদের পাশে বসে মেট্রো যাত্রায় একটু ইতস্তত বোধ করছিলেন। আর তা থেকেই দিল্লি মেট্রোর ডিসিপি এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করে তিনি লেখেন, “আমার খুব খারাপ লাগছে। দয়া করে আমাকে সাহায্য করুন।”
কিন্তু কী এমন করছিলেন ওই দম্পতি, যার জন্য এভাবে সরাসরি দিল্লি মেট্রো-কে ট্যাগ করতে হল সহযাত্রীকে? ক্লিপটিতে দেখা গিয়েছে, বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর গার্লফ্রেন্ডকে। তাঁদের দুজনের মধ্যে অপ্রীতিকর কিছুই ঘটেনি।
Wtf is this @DCP_DelhiMetro @OfficialDMRC#DelhiMetro
I am feeling very awkward. Please help pic.twitter.com/sEoPTWaOby
— Abhinav Thakur (@abhi_thakurnew) May 12, 2023
প্রায় 6 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই যুগলের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি অভিযোগকারীকে তীব্র ভর্ৎসনা করেছেন তাঁরা। কেউ কেউ আবার এই দৃশ্যটিকে খুব কিউট আখ্যা দিয়ে অভিনব ঠাকুর নামের ওই ব্যক্তির নিন্দা করেছেন।
একজন লিখলেন, “দুজন প্রাপ্তবয়স্ক একে অপরকে স্নেহের সঙ্গে জড়িয়ে রয়েছেন! খুব মিষ্টি দৃশ্য এটা।” আর একজন যোগ করেছেন, “মানুষের সবেতেই সমস্যা। আসলে এখানে ওই ব্যক্তি যা আশা করছিলেন, তা শেষ পর্যন্ত দেখতে পাননি বলে বিরক্ত হয়েছেন।” তৃতীয় জনের বক্তব্য, “এতে অদ্ভুত বা বিশ্রী কিছুই নেই।”