মর্মান্তিক! মালদায় জ্যান্ত জ্বালানো হল ৬ টি ষাঁড়কে
রাতে করুণ আর্তনাদের ক্ষীণ আওয়াজ অনেকেই পেয়েছিলেন তার কারণ যে এই তা ভাবতে পারেননি কেউ।
মালদা: রাতে করুণ আতর্নাদের শব্দ পেয়েছিলেন অনেকেই। সকালে বোঝেননি এমন মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকতে হবে। হবিবপুর ব্লকের দোলমালপুর গ্রামে শুক্রবার (Friday) সকালে ৬টি গুরুতর আহত ষাঁড়কে (Bull) আবিষ্কার করেন স্থানীয়রা। সেগুলির কোনওটির শরীর বল্লমের আঘাতে ক্ষত বিক্ষত, কোনওটির পা থেকে কোমর পর্যন্ত পুড়ে গিয়েছে। রক্তে ভেসে গিয়েছে গোটা শরীর। ওই ৬টি ষাঁড় আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে, ছয়টি ক্ষত বিক্ষত, আহত, প্রায় অগ্নিদগ্ধ ষাঁড় আবিষ্কার করেন তাঁরা। কে বা কারা এই ষাঁড়গুলির গায়ে আগুন (Caught in fire) দিয়েছে বা, বল্লম দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে আঘাত করেছে তা স্পষ্ট নয়। রাতে করুণ আর্তনাদের ক্ষীণ আওয়াজ অনেকেই পেয়েছিলেন তার কারণ যে এই তা ভাবতে পারেননি কেউ। আহত ষাঁড়গুলিকে যন্ত্রণায় কাতরাতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পশু চিকিৎসক ও পুলিশকে। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নবপ্রচেষ্টা চ্যারিটির সদস্যরা। ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের সাহায্যে প্রায় ৬ঘণ্টার ম্যারাথন প্রচেষ্টায় আহত প্রাণীগুলিকে স্যালাইন, ওষুধ, ইনজেকশন দিয়ে শুশ্রুষা করা হয়।
নবপ্রচেষ্টা চ্যারিটির সভাপতি প্রতীক ঘোষ বলেন, ‘প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, হবিবপুর শাখার আধিকারিক, ভেটরনারি অফিসার ডক্টর অসীম সরকার ও সমষ্টি প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিক সহ গোটা টিমের অক্লান্ত পরিষেবা না পেলে এতগুলো অবলা প্রাণীর চিকিৎসা সম্ভব ছিলনা। যে বা যাঁরা এই নির্মম কাজ করেছে অবিলম্বে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’
স্থানীয়দের অনুমান, খিদের চোটে হয়ত ক্ষেতে ঢুকে পড়েছিল ষাঁড়গুলি। তাই ‘শাস্তি’ দিতেই এই পদক্ষেপ করেছে কেউ। তবে এই নিষ্ঠুরতাকে প্রশয় দিচ্ছেন না কেউ। পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। দোষীকে উপযুক্ত শাস্তিও দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর, তামিলনাড়ুর সীমান্ত পলক্কড়ে (Palakkad) ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করার জন্য একটি গর্ভবতী হস্তিনীকে বোমা ভরা আনারস খাইয়ে দেওয়া হয়েছিল। সেই বোমা বিস্ফোরণেই মারা যায় হাতিটি। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। আবার, প্রায় অনুরূপ একটি নৃশংস ঘটনার সাক্ষী থাকল মালদা।
আরও পড়ুন: গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ’, প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য