বড় ধাক্কা তৃণমূলে! ঘাস ছেড়ে পদ্মে এ বার ৭৫ টি মুসলিম পরিবার

বুধবার, হরিশ্চন্দ্রপুরের বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বে সঞ্জীব ঘোষ ও দেবব্রত পালের নেতৃত্বে ৭৫ টি সংখ‍্যালঘু পরিবার বিজেপিতে নাম লেখায়

বড় ধাক্কা তৃণমূলে! ঘাস ছেড়ে পদ্মে এ বার ৭৫ টি মুসলিম পরিবার
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 9:32 PM

মুর্শিদাবাদ: বঙ্গ ভোট আবহেই ফের দলবদল। এ বার হরিশচন্দ্রপুরের ৭৫ টি সংখ্যালঘু ( মুসলিম ) পরিবার ঘাসফুল (TMC) ছেড়ে নাম লেখাল পদ্মফুলে (BJP)। সংখ্যালঘুদের এই যোগদানে আপ্লুত বঙ্গ বিজেপি।

বুধবার, হরিশ্চন্দ্রপুরের বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বে সঞ্জীব ঘোষ ও দেবব্রত পালের নেতৃত্বে ৭৫ টি সংখ‍্যালঘু পরিবার বিজেপিতে (BJP) নাম লিখিয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

হরিশচন্দ্রপুর-দক্ষিণের বিজেপি মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, ‘এতদিন বিজেপিকে সাম্প্রদায়িক বলে দেগে দিয়ে সংখ্যালঘুদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাঁদের ভুল বোঝানো হয়েছিল। আজ তাঁরা বুঝতে শিখেছেন কারা ধর্মনিরপেক্ষ। সেইজন্যেই সংখ্যালঘুরা পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন।’

গেরুয়া শিবিরের এই তোপকে যদিও গায়ে মাখতে নারাজ ঘাসফুল (TMC)। হরিশচন্দ্রপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস জানিয়েছেন, সংখ্যালঘুদের বিজেপিতে যোগদানের বিষয়টি ভিত্তিহীন। তাঁরা নিজেরাই জানেন দিদি ছাড়া আর কেউ উন্নয়ন নিয়ে চিন্তিত নন। তাই ফলাফল কী হবে তা ২ মে-তে বোঝা যাবে।

আরও পড়ুন: তৃণমূলের পতাকা ছেঁড়া, দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ