AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘মমতাকে শুভেন্দুদা হারিয়েছেন, এবার এমন অবস্থা করুন যাতে মমতা দ্বিতীয় অপশন না পান’

Amit Shah: মুখ্যমন্ত্রী বলেন, "বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাদিকে শুভেন্দুদা হারিয়েছে। কলকাতায় উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন অবস্থা করুন যাতে দ্বিতীয় অপশন না পায়।"

Amit Shah: 'মমতাকে শুভেন্দুদা হারিয়েছেন, এবার এমন অবস্থা করুন যাতে মমতা দ্বিতীয় অপশন না পান'
অমিত শাহ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 22, 2024 | 3:43 PM
Share

কাঁথি:  ষষ্ঠ দফা নির্বাচনের আগে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। আর তাঁর বাংলার আসার ঠিক প্রাক লগ্নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটার ভাড়াবাড়িতে পুলিশি হানা হয়। সকালে ফোনে সে কথা অমিত শাহকে জানিয়েছিলেন শুভেন্দু। বাংলা এসেই সে বিষয়ে মুখ খুললেন অমিত শাহ। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের সভা থেকে অমিত শাহ বলেন, “মমতা দিদি রেড করাচ্ছেন। কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করিয়েছেন, ২৫ পয়সাও পাওয়া যায়নি। আমাদের নেতার বাড়িতে রেড করলে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের এইভাবে ভয় পাওয়ানো যাবে না।”

এরপরই কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দেন অমিত শাহ। বললেন, ‘এবার মমতার এমন হাল করুন, যাতে দ্বিতীয় অপশন না থাকে। ‘ মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাদিকে শুভেন্দুদা হারিয়েছে। কলকাতায় উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন অবস্থা করুন যাতে দ্বিতীয় অপশন না পায়।” বুধবার কাঁথি মুগবেড়িয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা।

মমতাকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ সরাসরি বলে যান, “কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তা-ও পাবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘মমতাদিদি শুভেন্দুদার উপর যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে।” অমিত শাহ সরাসরি বলে যান, বাংলায় ৩০-৩৫টা আসন বিজেপি পেলেই, তৃণমূলকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে।