Adenovirus: দু দিনে এক হাসপাতালে ভর্তি ৪৬ শিশু, অ্যাডিনো-আতঙ্কে কাঁপছে বাঁকুড়া
Adenovirus: গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে খুব দ্রুত। জানা গিয়েছে, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে একটা বড় অংশের শরীরে জটিলতা দেখা দিচ্ছে।
বাঁকুড়া: কলকাতার পাশাপাশি জেলাতেও বাড়ছে আতঙ্ক। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। গত দুদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন ৪৬ জন শিশু। আপাতত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ৬১ জন শিশু। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
চলতি বছরে শীত শেষ হতেই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে বাঁকুড়া জেলায়। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে খুব দ্রুত। জানা গিয়েছে, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে একটা বড় অংশের শরীরে জটিলতা দেখা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে অনেকেই যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ফলে ইনডোর ও আউটডোর উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। জ্বর ও একই সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কোনও শিশুকে আনা হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।
গত দুদিনে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া মোট শিশুর সংখ্যা ৪৬ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৯ জন। পরিস্থিতি সামাল দিতে নিকু, পিকু, এসএনসিইউ ও শিশু বিভাগ তৈরি রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত চিকিৎসক। মজুত রাখা হচ্ছে যথেষ্ট ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম। প্রয়োজনে আগামী সপ্তাহেই রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘যারা ভর্তি হয়েছিল, তাদের অবস্থা স্থিতিশীল। নেবুলাইজার দিলেই অবস্থার উন্নতি হচ্ছে। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।’