Bankura: গরু বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু

Bankura: বৃহস্পতিবার দুপুরে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান সোনামুখীর দিক থেকে ধানশিমলার দিকে যাচ্ছিল। অন্যদিকে ধানশিমলা থেকে একটি মোটর বাইকে করে দুজন সোনামুখীর দিকে আসছিল।

Bankura: গরু বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু
বাঁকুড়ায় দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 4:51 PM

বাঁকুড়া:  সোনামুখীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের । পাশাপাশি একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন । মৃত ব্যক্তির নাম শেখ ইয়াসিন । বাড়ি সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েতের রাজদহ এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুরে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান সোনামুখীর দিক থেকে ধানশিমলার দিকে যাচ্ছিল। অন্যদিকে ধানশিমলা থেকে একটি মোটর বাইকে করে দুজন সোনামুখীর দিকে আসছিল। সোনামুখী পৌরশহরের বড়সাঁকোতলা এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। দ্রুত তাঁদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শেখ ইয়াসিন নামের এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

অপর এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । ইতিমধ্যেই পুলিশ ঘাতক গরু বোঝাই পিক আপ ভ্যানটিকে আটক করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।