AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21st July: বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদ! ২৫০ কিমি সাইকল চড়ে ২১ জুলাই ধর্মতলায় আসছেন বাঁকুড়ার ‘মাস্টারমশাই’

21st July: শুক্রবার বিকালে বাঁকুড়ার ইন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাইকেলে চড়ে তিনি রওনা দেন ধর্মতলার উদ্দেশে। ইন্দপুর থানার বগা গ্রামের বাসিন্দা ৬৩ বছরের অসীম কুমার মর্দানা। তিনি আবার বগা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

21st July: বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদ! ২৫০ কিমি সাইকল চড়ে ২১ জুলাই ধর্মতলায় আসছেন বাঁকুড়ার 'মাস্টারমশাই'
ধর্মতলা চললেন মাস্টারমশাই
| Edited By: | Updated on: Jul 19, 2025 | 9:12 PM
Share

বাঁকুড়া: বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুকে সামনে রেখে ফুঁসছে তৃণমূল। ১৬ জুলাই বাঙালি অস্মিতায় শান দিয়ে পথে নেমে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একুশে জুলাইয়ের আগেই সেই ইস্যুতেই অভিনব প্রতিবাদ বাঁকুড়ার এক উপপ্রধানের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার প্রতিবাদে গ্রামে গ্রামে প্রচার চালাতে বাঁকুড়ার ইন্দপুর থেকে সাইকেলে চড়ে ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলার উদ্দেশে রওনা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা। 

শুক্রবার বিকালে বাঁকুড়ার ইন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাইকেলে চড়ে তিনি রওনা দেন ধর্মতলার উদ্দেশে। ইন্দপুর থানার বগা গ্রামের বাসিন্দা ৬৩ বছরের অসীম কুমার মর্দানা। তিনি আবার বগা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বর্তমানে তাঁর কাঁধেই ইন্দপুর ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব। এলাকায় যদিও ‘মাস্টারমশাই’ নামেই পরিচিত। 

তৃণমূল করছেন তৃণমূলের জন্মলগ্ন থেকেই। দল যখন রাজ্যে বিরোধী ছিল তখন তো বটেই, পরবর্তীতে শাসক তকমা পাওয়ার পরেও একুশে জুলাই কোনওবারই মিস করেননি অসীমবাবু। যতবারই ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছে ততবারই সেই সমাবেশে হাজির হয়েছেন। কখনও বাসে, কখনও ট্রেনে আবার কখনও ছোট গাড়িতে চড়ে ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিয়েছেন তিনি। তবে এবার তিনি সমাবেশের ৩ দিন আগেই বেরিয়ে পড়েছেন ধর্মতলার উদ্দেশে। বাহন সাইকেল। 

সাইকেলে চড়েই ২৫১ কিমি পথ পাড়ি দিয়ে ২১ জুলাই এর সকালে তিনি পৌঁছাবেন ধর্মতলায়। শুক্রবার বিকালে তাঁর এই সফরের উৎসাহ জোগাতে ইন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির ছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা ও ইন্দপুর ব্লক নেতৃত্ব। অসীমবাবু বলছেন, যেভাবে ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তা ঠিক নয়। যাত্রাপথে গ্রামগঞ্জ ও শহরে তিনি তারই প্রচার চালাবেন।