Bagtui Massacre: রামপুরহাটের গ্রাউন্ড জ়িরোয় বিজেপির FF টিম, যেখানে SIT তদন্ত করছে কী কাজ করবে এই দল?

Bagtui Massacre Update: চার প্রাক্তন আইপিএসকে নিয়ে তৈরি করা হয়েছে দলটি। এই দলটির নাম দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং (Fact Finding)।

Bagtui Massacre: রামপুরহাটের গ্রাউন্ড জ়িরোয় বিজেপির FF টিম, যেখানে SIT তদন্ত করছে কী কাজ করবে এই দল?
বাগটুই গ্রামে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 7:17 PM

বগটুই: রামপুরহাটের পথে রওনা দিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে রামপুরহাটে যাচ্ছেন ওই প্রতিনিধিরা। চার প্রাক্তন আইপিএসকে নিয়ে তৈরি করা হয়েছে দলটি। এই দলটির নাম দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং (Fact Finding)। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাট যাওয়ার কথা। আর তার আগেই রওনা হল বিজেপি প্রতিনিধি দল।

কাদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করা হয়েছে?

মোট পাঁচজন রয়েছেন এই দলে।তার মধ্যে বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল (উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি), সাংসদ সত্যপাল সিং (মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার), সাংসদ রামমূর্তি (প্রাক্তন আইপিএস, কর্নাটক), বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ (প্রাক্তন আইপিএস , পশ্চিমবঙ্গ)।

BJP FF Team

বিজেপির FF দল

রিপোর্ট নিয়ে কোথায় জমা দেবেন ?

সূত্রের খবর, এই দলটি ঘটনাস্থল থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে পুনরায় জমা দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। জানা গিয়েছে, রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে ওই প্রতিনিধি দল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলবেন তাঁরা। সোমবার রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতেই ওই প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘোষণার পর মঙ্গলবার বিজেপি নেত্রী ভারতী ঘোষ এই বিষয়ে জানিয়েছিলেন, “আমাদের একটি কমিটি গঠিত হয়েছে কেন্দ্র থেকে। বড় পদের তিনজন পুলিশ অফিসার (প্রাক্তন) রয়েছেন এবং সুকান্ত বাবু রয়েছেন। ওনারা দিল্লি থেকে আসার পর আমরা ওখানে গিয়ে বুঝব এতগুলো মানুষ ওখানে কীভাবে মারা গেলেন। মহিলা ও শিশুদের কীভাবে এত নৃশংসভাবে মৃত্যু হল? এই যে মৃত্যুর বন্য়া বয়ে যাচ্ছে। দুই জন কাউন্সিলর। তারপর একজন উপপ্রধান এবং এখন একটা পুরো গ্রাম। যেভাবে বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হল, সেগুলি কেন হচ্ছে এবং আইন শৃঙ্খলার এই সাংঘাতিক অবস্থা… এই সব পর্যবেক্ষণ করতেই কেন্দ্রীয় কমিটি আসছে।” সেই দিনই ভারতী জানান যে, বুধবার দলটি পৌঁছাবে বাংলায়।

বস্তুত, সোমবার রাতে বোমাবাজিতে মৃত্যু হয় বগটুই গ্রামের বাসিন্দা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের। অভিযোগ, তার ঘণ্টা খানেকের মধ্যেই এলাকার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় আটজনের মৃত্যু হয়। এরপর রাজ্যের তরফে সিট গঠন করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিন সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Bagtui Massacre Live Update: অনুব্রতকে সঙ্গে নিয়েই বগটুই গ্রামে পৌঁছলেন মমতা